তিনি কি নতুন করে গান বেঁধে শামিল হবেন প্রতিবাদে? তাঁর ভিতরের প্রতিবাদের আগুন কি এখনও ধিকিধিকি জ্বলছে? এই পরিস্থিতিতে তিনি কি নতুন গান বাঁধবেন? উত্তরে শিল্পী বলেন, ‘‘আমার গানের মধ্যে দিয়ে আমি ৩০ বছর ধরে প্রতিবাদ করে আসছি৷ আর নতুন করে গান বেঁধে কী প্রতিবাদ করব?’’ নচিকেতার আরও সংযোজন, তাঁর বহু গানের প্রতিবাদী অর্থ শ্রোতা আগে বুঝতে পারেননি ৷ এখন হয়তো বুঝতে পারবেন ৷
advertisement
তিনি এদিন বলেন ‘‘আমি তখনই বলেছিলাম দু’ নয়নে ভয় আছে ৷ সেটার মানে তখন হয়তো সাধারণ মানুষ বুঝে উঠতে পারেননি, কিন্তু সবটাই আছে।’’ কিন্তু এখানেও তাঁর বক্তব্য, তিনি শুধু গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করে যাবেন, সেটা হতে পারে না৷ এখানেও তাঁর দাবি, সকলকে সমানভাবে প্রতিবাদ করতে হবে৷ এই ‘সকল’-কে বলতে কাকে বোঝাতে চাইছেন শিল্পী? তৃণমূল-ঘনিষ্ঠ নচিকেতা কি ইঙ্গিত করলেন বাকি বিশিষ্টদের দিকে, যাঁরা অর্থ উদ্ধার কাণ্ডে এখনও নীরব? শিল্পীর এই মন্তব্য ঘিরে উঠছে প্রশ্ন৷
আরও পড়ুন : পার্থর দফতর এখন শশী পাঁজার হাতে, প্রথম দিনেই শিল্প নিয়ে বড় বৈঠকে মন্ত্রী
প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে জোকার ইএসআই হাসপাতাল চত্বরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা গৃহবধূ শুভ্রা ঘোড়ুই ৷ এই ঘটনায় বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি ৷ বরং তাঁর আক্ষেপ ছিল তাঁর ছোড়া চটি পার্থকে স্পর্শ করতে পারেনি ৷ তিনি বলেন পার্থকে জুতো মারতে এসেছিলেন৷ এর পর খালি পায়ে বাড়ি যাবেন ৷
আরও পড়ুন : সল্টলেকের সেন্ট্রাল পার্কে হাঁটতে এসে সাতসকালে এ কী বিড়ম্বনা প্রবীণ প্রবীণাদের!
এসএসসি দুর্নীতিকাণ্ডে ক্ষুব্ধ শুভ্রা জানান তিনি এক অসুস্থ আত্মীয়কে হাসপাতালে দেখতে এসেছিলেন৷ তিনি নিজেও অসু্স্থ৷ তাঁর ক্ষোভ যে পার্থ চট্টোপাধ্যায়কে ঘন ঘন ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জন্য সেখানকার চিকিৎসা পরিষেবা ৷ তবে জুতোকাণ্ডের জেরে হঠাৎই শিরোনামে উঠে এসেছেন অনাম্নী শুভ্রা৷ অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতাকে ইডি-র জেরাপর্ব চলছে৷ শুক্রবার পর্যন্ত দু’জনেই ইডি হেফাজতে থাকবেন ৷