TRENDING:

Nabanna: 'পাল্কি অ্যাম্বুল্যান্স' থেকে ‘আনন্দপাঠ’! মানুষের সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের ২০টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল নবান্ন

Last Updated:

মূলত রাজ্যের জেলাগুলি থেকে পাঠানো সমন্বয় পোর্টালে সফল প্রকল্পগুলির মধ্যে মানুষের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব নিরিখে রাজ্য ২০ টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল নবান্ন।এই জেলাগুলিকে মডেল বা রেপ্লিকেট করতে জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিব।যার মধ্য কার্যত শীর্ষে বাঁকুড়া জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সরকারি দফতরে কর্মসংস্কৃতি নিয়ে বিতর্কের শেষ নেই। তবুও বহুক্ষেত্রেই আর্থ সামাজিক বিকাশে রাজ্যের সুস্থায়ী উন্নয়ন নজির তৈরি করেছেন সরকারি কর্মীরাই। এই সরকারি প্রকল্পের সাফল্যের পিছনে থাকে সরকারি কর্মীদের স্বীকৃতি দিতে এবার উদ্যোগী হল নবান্ন। জেলাগুলি থেকে সমন্বয় পোর্টালে পাঠানো সফল প্রকল্পগুলির মধ্যে অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের নিরিখে রাজ্য ২০টি প্রকল্পকে স্বীকৃতি দিল। অন্যান্য জেলায় ওই মডেলগুলিকে রেপলিকেট করতে জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
advertisement

এই তালিকায় প্রথমে রয়েছে বাঁকুড়ার 'অপারেশন পুষ্টি কর্মসূচি'। গঙ্গাজলঘাঁটিতে সুসংহত শিশু বিকাশ প্রকল্পে ১ হাজার ৬২৭ জন অপুষ্টিতে আক্রান্ত শিশুকে পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা করে বড় অংশকেই  সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। এখানে এখন অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫-এ। কলকাতার লিভার ফাউন্ডেশন একাজে সহযোগিতা করেছে। এই প্রকল্পের প্রজেক্টের নোডাল অফিসার ছিলেন অরিত্র খান।

advertisement

আরও পড়ুন: সম্পত্তি বাজেয়াপ্ত করতে তোড়জোড়, আব্দুল লতিফ নিয়ে বড় পদক্ষেপ CBI-এর

উত্তর ২৪ পরগনার হাবরা ২ নম্বর ব্লকে বেরাবেরি গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ইউরোপের বাজের রফতানি করে নজির গড়েছে আরও একটি প্রকল্প। এক হাজার কৃষক পরিবার এই প্রকল্পের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে, জেলা কৃষি বিপণন আধিকারিক সুশান্ত মণ্ডল ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন গঠন করে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন।

advertisement

আবার বীরভূমের অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহার উদ্যোগে ‘আনন্দপাঠ’ সাফল্যের শিরোনামে উঠে এসেছে। জেলার পিছিয়ে পড়া এলাকায় মহামারি পরবর্তীকালে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ভুলে যাওয়া পঠন-পাঠনের অভ্যাস ফিরিয়ে আনতে সাহায্য করেছে এই আনন্দপাঠ প্রকল্প।

আরও পড়ুন: হুল্লোড়ের মাঝেই হুড়মুড়িয়ে নেমে এল বরফের স্রোত! নিমেষেই চাপা পড়ে গেলেন পর্যটকেরা, দেখুন সিকিমের ছাঙ্গুর হাড়হিম করা ভিডিও

advertisement

আবার আলিপুরদুায়ারে কালচিনি ব্লকে বক্সা পাহাড়ের দুর্গম এলাকায় চিকিৎসার জন্য পাল্কি অ্যাম্বুল্যান্স চালু করার প্রকল্পও স্বীকৃতি পেয়েছে। এই পরিষেবা সর্বক্ষণ চালু থাকে। বিশেষ করে ওই এলাকায় গর্ভবতী মায়েদের হাসপাতালে এনে প্রসব করার কাজে উৎসাহিত করতেই এই বিশেষ অ্যাম্বুল্য়ান্স ব্যবস্থা বলে জানা গিয়েছে। এর নোডাল অফিসার কালচিনির বিডিও প্রশান্ত বর্মন।

বেকারদের কর্মসংস্থানে হুগলির ‘উত্তরন’ প্রকল্প আরও সুস্থায়ী উন্নয়নের নজির গড়েছে। জেলার আরামবাগ মহকুমা শাসকের উদ্যোগে পাঁচটি কর্মশালা করে ৭২৬ জন মহকুমার বেকার ছেলেমেয়েদর কর্মসংস্থানের দিশা দেখিয়েছে। এইসব কর্মশালায় কেরিয়ার বুকলেট, অতিথি বক্তা হিসেবে বিশেষজ্ঞদের এনে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাহায্য নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: 'পাল্কি অ্যাম্বুল্যান্স' থেকে ‘আনন্দপাঠ’! মানুষের সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের ২০টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল