বড়বাজার থানায় আরও একটি মামলা হয়েছে, কারণ অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভাঙার জন্য মামলা করা হয়েছে।হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা হয়েছে। বৌবাজার থানায় একটি মামলা হয়েছে। হেয়ার স্ট্রিট ও বৌবাজারে মামলার কারণ ১৪৪ ধারা ভেঙ্গে লালবাজারে কাছে বিক্ষোভ। নর্থ পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।জোড়াসাঁকো থানায় একটি মামলা করা হচ্ছে। লালবাজার এর সামনে বিক্ষোভ দেখানোয় ২৫ জনকে গ্রেফতার হয়েছে।
advertisement
আরও পড়ুন - হাল আমলের ক্রিকেটাররা সকলেই ছেলে-মেয়ের নাম রেখেছেন একেবারে অন্যরকম, জেনে নিন মানে
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ২৭ জন পুলিশ আহত। একজন অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে।এমজি রোডে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।পুলিশ গাড়ি পোড়ানো ফুটেজ সংগ্রহ করেছে। এই ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে দাবি লালবাজারে।
মঙ্গলবার বিজেপি নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, এমজি রোড সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। হাওড়া ব্রিজে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। তখনই পুলিশকে লক্ষ করে ইট, পাথর, জুতো ছোড়ে বিক্ষোভকারীরা । এরপর পুলিশ জলকামান চালায় ছত্র ভঙ্গ করতে। চালানো হয় টিয়ার গ্যাস। এরপর বিক্ষোভ কারীরা ফেরার সময় এমজি রোডে ফের অশান্তি হয়। স্থানীয়দের দাবি, ফেরার সময় বিক্ষোভ কারীরা পুলিশের গাড়িতে আগুন লাগায় বলে অভিযোগ। যদিও বিজেপির সমীক ভট্টাচাৰ্য এই অভিযোগ খারিজ করে দেন।
পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ জানান, সবাই দেখেছে কারা গণ্ডগোল করেছে, কারা আগুন জ্বালায়। ওখানে বিজেপি কর্মীরা ছিল। তৃণমূলের কেউ ছিল না। অন্যদিকে সাঁতরাগাছিতে দফায় দফায় পুলিশের সঙ্গে গণ্ডগোল হয় বিজেপি বিক্ষোভ কারীদের। কাঁদানে গ্যাস থেকে জল কামান, পুলিশের লাঠিচার্জ করতে হয় বিক্ষোভ কারীদের ছত্র ভঙ্গ করতে। হাওড়া ময়দানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। ইট বৃষ্টি শুরু হয়। পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় সব মিলিয়ে বলা যায় বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশ মোট নব্বই জনকে গ্রেফতার করেছে।
ARPITA HAZRA