Shane Warne: শেন ওয়ার্ন মারা গেছেন ৪ মার্চ, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকউন্ট থেকে ট্যুইট, চমকে উঠলেন সকলে

Last Updated:

দুনিয়াকে আলবিদা করেছেন এই বছরের ৪ মার্চ৷ থাইল্যান্ডের কো সুমাই আইল্যান্ডে ছুটি কাটানোর সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর৷

 happy birthday shane warne
happy birthday shane warne
#সিডনি: প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালীন সেরা বোলারদের মধ্যে অন্যতম৷ আজ ১৩ সেপ্টেম্বর- শেন ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী৷ ৫৩ বছরের জন্মদিন ছিল ওয়ার্নের৷ টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন৷ একজন মহান ক্রিকেটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার দুনিয়াকে আলবিদা করেছেন এই বছরের ৪ মার্চ৷ থাইল্যান্ডের কো সুমাই আইল্যান্ডে ছুটি কাটানোর সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর৷
আজ ১৩ সেপ্টেম্বর শেন ওয়ার্নের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় ফের ওয়ার্নের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যুইট দেখে সকলেঅবাক হয়ে যান৷ একজন নেটিজেন লিখেছেন , ‘‘ট্যুইট দেখে আমার হৃদয় ধড়ফড় করছে৷ আমি ওঁর আওয়াজ, লেগস্পিন, চোখ , আধিপত্য কখনও ভুলতে পারব না- লাভ ইউ ওয়ার্ন ফর এভার৷’’
advertisement
advertisement
advertisement
আরেক নেটিজেন লিখেছেন, ‘‘আমি আর অন্য কারোর বিষয়ে ভাবতে পারব না, উনি আমার বড় হওয়ায় প্রভাব ফেলেছেন৷ কখনও কখনও মনে হয় উনি এখন আমার আশেপাশে নেই৷ শেন ওয়ার্নের ব্যক্তিত্ব শব্দে প্রকাশের চেয়ে বড় ছিল৷ ’’
advertisement
ইতিহাসের অন্যতম সবচেয়ে মহান ক্রিকেটার মানা হয় অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেটের মালিককে৷  তিনি টেস্টে উইকেট নেওয়া সবচেয়ে বেশি উইকেটের মালিকের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷
শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণের পর ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ১০০০ উইকেট নেওয়া তিনি মাত্র দ্বিতীয় বোলার৷
ওয়ান ডে ক্রিকেটে তিনি ১৯৪ ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন৷ ক্রিকেটে ব্যাটিং করার সময়ে তিনি ১২ টি অর্ধশতরানের মালিক৷ তাঁর সর্বোচ্চ স্কোর ৯৯ রান৷ তাঁর অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shane Warne: শেন ওয়ার্ন মারা গেছেন ৪ মার্চ, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকউন্ট থেকে ট্যুইট, চমকে উঠলেন সকলে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement