মুকুল রায়কে নিয়ে স্পিকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শীর্ষ আদালত শুভেন্দুকে ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, সোমবার হাই কোর্টে মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে আবেদন জানালেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: 'ছবির নীচে সততার প্রতীক লিখতে পারছেন না মমতা!' প্রকাশ্যেই আক্ষেপ মন্ত্রীর
advertisement
এ বিষয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠায়। প্রধান বিচারপতি জানান, সিঙ্গল বেঞ্চ থেকে মামলাটি ‘রিলিজ’ হওয়ার পর ডিভিশন বেঞ্চ শুনবে।
আরও পড়ুন: সিকিমে ভারী তুষারপাত, নাথুলা-ছাঙ্গুতে বেড়াতে গিয়ে বিপাকে বহু পর্যটক! ময়দানে সেনা
দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার শুনানিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। অর্থাৎ তিনি বিধায়ক হিসেবে থাকতে পারবেন। তাঁর বিধায়ক পদ খারিজ হচ্ছে না। কিন্তু তারপর থেকে আদালতের উপরই আস্থা রাখলেন শুভেন্দু অধিকারী।