শুভঙ্কর সাহা, কোচবিহার: সততার প্রতীক হিসেবে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে ব্যবহার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ আর তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়তেন না বিরোধীরা৷ কিন্তু সাম্প্রতিক শিক্ষা, কয়লা দুর্নীতিতে দলের একের পর এক ছোট বড় নেতার গ্রেফতারি এবং কেন্দ্রীয় সংস্থার তদন্তের পর, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ এমন কি, দুর্নীতির সঙ্গে তৃণমূলনেত্রীর নাম জড়িয়েও আক্রমণ করতে ছাড়ছেন না বিরোধী দলের নেতারা৷
এই পরিস্থিতিতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্যেই আক্ষেপ করলেন, এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক লেখা যাচ্ছে না৷ তবে তাঁর জন্য দলের নেতাদের একাংশকেই দায়ী করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷
আরও পড়ুন: পঞ্চায়েতে কোন পথে এগোবে দল! গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা-অভিষেকরা
রবিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে দলের সংখ্যালঘু শাখার কনভেনশনে যোগ দেন উদয়ন গুহ৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'সততার প্রতীক নিয়ে কথা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছবির নীচে লিখতে পারেন সততার প্রতীক। তাঁর ১০০ শতাংশ অধিকার আছে। কিন্তু আমাদের মতো কিছু উদয়ন গুহ থাকার জন্য ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির নিচে সততার প্রতি লিখতে পারছেন না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। আমরা উদয়ন গুহরা দায়ী। আমরা কাউকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি, ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি।'
আরও পড়ুন: শুধু 'চাকরি বিক্রি'-ই নয়, 'বদলি বিক্রি'-ও করতেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, বলছে ED
সামনেই পঞ্চায়েত নির্বাচন। নিয়োগ দুর্নীতিতে যেভাবে দলের নিচু স্তরের নেতাদেরও নাম জড়াচ্ছে, তা যে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাও লুকোননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাখঢাক না করেই বলেন, চাকরির বিনিময়ে টাকা নিয়ে কোটিপতি হয়েছেন দলের অনেক নেতা। অনেকে আবার ধার দেনা করে সেই টাকা মিটিয়ে চাকরি পেয়েও এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না।
মন্ত্রী অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, দুর্নীতিতে যাঁদের নাম জড়িয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁদের কাউকেই তিনি প্রার্থী করতে দেবেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coocbehar, Mamata Banerjee, TMC, Udayan Guha