Mamata Banerjee: পঞ্চায়েতে কোন পথে এগোবে দল! গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা-অভিষেকরা
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Mamata Banerjee: আগামী শুক্রবারের বৈঠকে এই সব পরিস্থিতির মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস কীভাবে লড়াই করবে সেই বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আগামী সপ্তাহেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে। তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছাড়াও এই বৈঠকে হাজির থাকবেন দলের সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা-নেত্রী।
সূত্রের খবর, দলের কোর কমিটিকে নিয়ে এই বৈঠক হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সাগরদিঘি উপনির্বাচনে শাসকদলকে হারতে হয়েছে। জানা গেছে, এই নিয়েও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে। শুধু সাগরদিঘি নয়, আগামী কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেই জন্যই তার আগে দলের নেতাদের ডেকে একবার সাংগঠনিক শক্তি ঝালাই করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
এখন দেখার বিষয়, এই বৈঠকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত ভোট। অশান্তি যাতে না হয়, সেদিকে বারবার নজর দিতে বলেছেন দলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে দলের একাধিক ব্যক্তির নাম উঠে আসছে নিয়োগ দূর্নীতি কাণ্ডে। বেশ কয়েকজনের গ্রেফতারের পাশাপাশি বিরোধীরা তীব্র আক্রমণ শানাতে শুরু করেছেন শাসক দলকে।
advertisement
এই অবস্থায় আগামী শুক্রবারের বৈঠকে এই সব পরিস্থিতির মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস কীভাবে লড়াই করবে, সেই বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে একাধিক সভা করার কথা আছে দলের সসর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। জেলা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটলেই যাতে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়া যায় সে ব্যাপারে নজর দিতে চাইছে শাসক দল এখন থেকেই।
advertisement
তাই কালীঘাটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়, লাগাতার বিরোধীদের নিয়োগ নিয়ে আক্রমণের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের রণকৌশল তৈরি করতে চায়। সেই কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2023 9:13 AM IST








