Sikkim | Snowfall: সিকিমে ভারী তুষারপাত, নাথুলা-ছাঙ্গুতে বেড়াতে গিয়ে বিপাকে বহু পর্যটক! ময়দানে সেনা

Last Updated:
অপারেশন 'হিমরাহত'-এর মাধ্যমে নাথুলা এবং ছাঙ্গু লেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭০ জন যাত্রীকে।
1/6
দুধ সাদা সিকিম। যেদিকে দুচোখ যায়, সাদা কালো ছবি। মেঘলা আকাশ থেকে নামছে তুলোর মতো বরফ।
দুধ সাদা সিকিম। যেদিকে দুচোখ যায়, সাদা কালো ছবি। মেঘলা আকাশ থেকে নামছে তুলোর মতো বরফ।
advertisement
2/6
কিন্তু ভারী তুষারপাতের ফলে বিপর্যস্ত সিকিমের যোগাযোগ ব্য়বস্থা।
কিন্তু ভারী তুষারপাতের ফলে বিপর্যস্ত সিকিমের যোগাযোগ ব্য়বস্থা।
advertisement
3/6
সিকিমের প্রাকৃতিক শোভা উপভোগ করতে এবং পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে বেজায় বিপদে বহু পর্যটক।
সিকিমের প্রাকৃতিক শোভা উপভোগ করতে এবং পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে বেজায় বিপদে বহু পর্যটক।
advertisement
4/6
পূর্ব সিকিমে ভারী তুষারপাতের ফলে নাথুলা পাস এবং সমগো (ছাঙ্গু) লেক-এর কাছে আটকে পড়েছেন বহু ভ্রমণকারী।
পূর্ব সিকিমে ভারী তুষারপাতের ফলে নাথুলা পাস এবং সমগো (ছাঙ্গু) লেক-এর কাছে আটকে পড়েছেন বহু ভ্রমণকারী।
advertisement
5/6
পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসন, সেনা ও পুলিশকে নিয়ে তৈরি হয়ে ত্রিশক্তি বাহিনী।
পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসন, সেনা ও পুলিশকে নিয়ে তৈরি হয়ে ত্রিশক্তি বাহিনী।
advertisement
6/6
অপারেশন 'হিমরাহত'-এর মাধ্যমে নাথুলা এবং ছাঙ্গু লেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭০ জন যাত্রীকে।
অপারেশন 'হিমরাহত'-এর মাধ্যমে নাথুলা এবং ছাঙ্গু লেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭০ জন যাত্রীকে।
advertisement
advertisement
advertisement