মুকুল রায়ের আইনজীবীদের দাবি, ''বিজেপির তরফে আজ এ বিষয়ে নতুন কোন উত্তর আসেনি। শুধু শুধু ওরা (BJP) সময় নিয়ে আজ শুনানি করল। আমাদের বক্তব্য আগেই জানানো হয়েছিল। ফলে, আজ শুনানি শেষ হয়ে গেল। এবার,স্পিকার তাঁর সময় মত রায় জানাবেন।''তবে মুকুল রায়ের আইনজীবীদের আগেও বক্তব্য ছিল, মুকুল অন্য রাজনৈতিক দলের (তৃণমূল) মঞ্চে সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। তিনি কোনও রাজনৈতিক দল যোগ দেননি। মুকুল রায় বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেননি।
advertisement
আরও পড়ুন: এমনও ঘটে! ডাক্তারি পরীক্ষায় বসেছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তারপর যা হল...
আদৌ কি বিধায়ক পদে থাকতে পারবেন মুকুল রায়, এই নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁর বিধায়ক পদের বৈধতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
আরও পড়ুন: নিজস্ব ভ্যানেই যাবতীয় কারবার, ১২৯ সন্তানের বাবা এই প্রাক্তন স্কুলশিক্ষক! রহস্যটা কী?
গত ১৭ জানুয়ারি আদালতের পর্যবেক্ষণ ছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মুকুল রায়ের বিধায়ক পদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও তৃণমূলে নয়, তিনি বিজেপিতেই রয়েছেন বলেই বিধানসভার শুনানিতে দাবি করেছেন মুকুল রায়। শুধু তাই নয়, আদৌ কোনওদিনই নাকি তিনি তৃণমূলে যোগই দেননি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মারফত লিখিত ভাবে এমনটাই জানিয়েছেন মুকুল। তাঁর এহেন দাবি ঘিরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। এবার সেই বিষয়ে বিধানসভার শুনানি শেষ হল। এখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে তৃণমূল-বিজেপি দুই শিবিরই।