TRENDING:

মোদি সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী, পাল্টা দিলেন মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোটের গরমে ফুটছে বাংলা। একদিকে মোদি। আরেকদিকে মমতা। দু'জনেই একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন। পারদ চড়ল চরমে। ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ইটের বদলে একেবারে পাটকেল।
advertisement

আরও পড়ুন: 'দিদি, চা-ওয়ালাকে এত ভয় কেন?', জলপাইগুড়ির জনসভায় কটাক্ষ মোদির

মোদিকে কটাক্ষ করে মমতা বললেন,‘মাস্টার অফ কোরাপশন...মাস্টার অফ অ্যারোগেন্স...মোদি ইজ শেম অফ দ্য কান্ট্রি...’

এর আগে মমতাকে নিশানা করে নরেন্দ্র মোদিকে বললেন, ‘বাংলায় এমন এক মুখ্যমন্ত্রী যারা গরিবের টাকা লুঠ করেছে তাদের পাশে দাঁড়িয়ে। বাংলার মানুষ জানতে চায়, চিটফান্ডের তদন্তে আপনার এত ভয় কেন, যাদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন? চৌকিদার এদের ছাড়বে না।’

advertisement

আরও পড়ুন: ত্রিপুরায় বামেদের তাড়িয়েছি, এখান থেকে তৃণমূলকে তাড়াব: মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এর পালটা দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই অস্ত্র করেন। ‘মোদির থেকে বড় দুর্নীতিবাজ দেশে আসেনি। উনি গেলে বোঝা যাবে’, বললেন মমতা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদি সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী, পাল্টা দিলেন মমতা