'দিদি, চা-ওয়ালাকে এত ভয় কেন?', জলপাইগুড়ির জনসভায় কটাক্ষ মোদির
Last Updated:
#ময়নাগুড়ি: ময়নাগুড়ির জনসভার আগে থেকেই তুঙ্গে ছিল কেন্দ্র বনাম রাজ্য সংঘাত। একের পর বিষয় নিয়ে লোকসভা নির্বাচনের আগে ক্রমশ বাড়ছে এই সংঘাতের উত্তাপ। আজ জলপাইগুড়ি হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি যা নিয়ে আগেই অভিযোগ জানিয়েছিল রাজ্য ও সেই উত্তেজনার আঁচ বজায় রেখেই জনসভা শুরু করলেন মোদি । নিজের চা বিক্রেতা জীবন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে মোদির সরাসরি প্রশ্ন, 'চা-ওয়ালাকে এত ভয় কেন?
রাজীব কুমারকে সিবিআই গ্রেফতার নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্না, চিটফান্ড দুর্নীতি নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদি । কেন্দ্রের বিরুদ্ধে আগে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী ও সেই প্রসঙ্গেই মোদির বক্তব্য কেন্দ্রকে নিয়ে বিশেষত দেশের প্রধানমন্ত্রীকে ভয় পান মুখ্যমন্ত্রী । বিজেপি নেতারা হুমকিকে ভয় পায় না কারণ সেটা হলে দেশে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে পারত না বিজেপি, মন্তব্য মোদির ।
advertisement
পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন ও তাঁরা এই হিংসা সমর্থনকারী সরকারকে ভোট দেবেন না । আসন্ন নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ সরকার গড়বে বিজেপি, জলপাইগুড়ির জনসভায় স্পষ্ট বার্তা মোদির।
advertisement
Location :
First Published :
February 08, 2019 4:31 PM IST