আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে এবার 'চিরকুট' প্রসঙ্গ! যা দাবি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
ব্রিগেডের সভার কথা সকলেরই মনে থাকবে। ভোটের আগে তখন কার্যত ফুটছে গেরুয়া শিবির। তখনই ব্রিগেডের ভরা সভায় মিঠুন চক্রবর্তীকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল। ফিল্মি কায়দায় সেদিন ভাষণও দিয়েছিলেন মিঠুন। তার পর বিধানসভা ভোটের প্রচারে কার্যত চষে ফেলেছিলেন জেলা থেকে শহর। উপচে পড়া ভিড় ছিল মিঠুনের নানা প্রচার সভায়। স্বাভাবিক ভাবে সেই মিঠুনকে ময়দানে ফিরিয়ে নিজেদের কিছুটা চাঙ্গা করতে চাইছে বিজেপি। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে বাংলার সক্রিয় রাজনীতিতে ময়দানে নামাতে চাইছে বঙ্গ বিজেপিও। মিঠুনের সঙ্গে বাংলা এবং বাঙালি আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফসল তোলাই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
advertisement
আরও পড়ুন : গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' পার্থর, চতুর্থ কলেই 'ব্লকড' : সূত্র
ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ইসুকে কেন্দ্র করে আন্দোলনে নামার কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। শাসক দলের দুর্নীতি ইসুকে হাতিয়ার করে রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে থেকেই নানান রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করার ব্যাপারে চলছে তৎপরতা। এরই মধ্যে রাজ্যের গেরুয়া শিবিরের বিধায়ক ও নেতৃত্বদের নিয়ে মিঠুন চক্রবর্তীর বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
VENKATESWAR LAHIRI