SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার 'চিরকুট' প্রসঙ্গ! যা দাবি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SSC Recruitment Scam: মঙ্গলবার আরও একধাপ এগিয়ে অনন্তদেব জানান, ছেলে মেয়ের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে চিরকুট লিখে দিয়েছিলেন তিনি।
#শিলিগুড়ি: নিয়োগ দুর্নীতিতে এবার উঠে এল চিরকুট প্রসঙ্গ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর সুপারিশ পত্র। এসএসসি র গ্রুপ ডি পদে নিয়োগের জন্য শিক্ষামন্ত্রীকে নিজের লেটার হেড প্যাডে সুপারিশ পাঠিয়ে ছিলেন অনন্ত দেব অধিকারী। তার দাবি,পাঁচ জনের নাম শিক্ষা মন্ত্রীকে পাঠিয়ে ছিলেন। কিন্তু তাদের এক জনেরও চাকরি হয়নি।
মঙ্গলবার আরও একধাপ এগিয়ে অনন্তদেব জানান, ছেলে মেয়ের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে চিরকুট লিখে দিয়েছিলেন তিনি। ছেলে মেয়ে দুজনেই টেট উত্তীর্ণ। বলেন, মুখ্যমন্ত্রী পাশের ঘরে থাকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিরকুট টি দিয়ে দিতে বলেন। মুখ্যমন্ত্রীর নাম করে সেই চিরকুট পার্থ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি।অনন্তদেব অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীর সুপারিশ নিয়ে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে চিরকুট তুলে দিলেও ছেলে মেয়ে কেউই চাকরি পায়নি।
advertisement
advertisement
এসএসসি দুর্নীতি কাণ্ডে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আপাতত ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। ভুবনেশ্বরে স্বাস্থ্য পরীক্ষার পর আজি ফিরিয়ে আনা হয় আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার ফের একদফা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।
advertisement
মঙ্গলবার ভোরে ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছে গেল ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এই রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত৷
advertisement
এদিকে সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, "মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন"৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 8:22 PM IST