Partha Chatterjee Arrest: গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' পার্থর, চতুর্থ কলেই 'ব্লকড' : সূত্র

Last Updated:

Partha Chatterjee Arrest: স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছয় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এ রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আপাতত ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে সূত্রের খবর, গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrest)।
স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছয় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এ রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত (Partha Chatterjee Arrest)৷
advertisement
advertisement
এদিকে সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, "মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন"৷
advertisement
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা (Partha Chatterjee Arrest)৷
advertisement
এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Arrest: গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' পার্থর, চতুর্থ কলেই 'ব্লকড' : সূত্র
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement