Partha Chatterjee Arrest: গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' পার্থর, চতুর্থ কলেই 'ব্লকড' : সূত্র
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee Arrest: স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছয় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এ রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আপাতত ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে সূত্রের খবর, গ্রেফতারির পরে তিনবার মমতাকে 'ডায়াল' করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrest)।
স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছয় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এ রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত (Partha Chatterjee Arrest)৷
advertisement
advertisement
এদিকে সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, "মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন"৷
advertisement

এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা (Partha Chatterjee Arrest)৷
advertisement
এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 5:53 PM IST