TRENDING:

Chandrima Bhattacharya: বঙ্গে হবেই SIR! ‘কী করে হয় সেটাও দেখব’, নির্বাচন কমিশনকে পাল্টা তোপ চন্দ্রিমার, ‘নিরপেক্ষ কোথায়’, কমিশনের কড়া নিন্দা রাজ‍্যের মন্ত্রীর

Last Updated:

Chandrima Bhattacharya: বৈঠকে নির্বাচনের কমিশনের একাধিক মন্তব‍্যের কড়া সমালোচনা করলেন রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। রবিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি INDIA জোটের ভোটচুরি অভিযোগ, বিহারের ভোটারের তালিকা থেকে নাম বাদ যাওয়া-সহ একাধিক বিতর্কের ব‍্যাখ‍্যা দিল কমিশন। বৈঠকে নির্বাচনের কমিশনের একাধিক মন্তব‍্যের কড়া সমালোচনা করলেন রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বঙ্গে হবেই SIR! ‘কী করে হয় সেটাও দেখব’, নির্বাচন কমিশনকে পাল্টা তোপ চন্দ্রিমার, ‘নিরপেক্ষ কোথায়’, কমিশনের কড়া নিন্দা রাজ‍্যের মন্ত্রীর
বঙ্গে হবেই SIR! ‘কী করে হয় সেটাও দেখব’, নির্বাচন কমিশনকে পাল্টা তোপ চন্দ্রিমার, ‘নিরপেক্ষ কোথায়’, কমিশনের কড়া নিন্দা রাজ‍্যের মন্ত্রীর
advertisement

এসআইআর হবেই বঙ্গে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে চন্দ্রিমা জানালেন, ‘‘হবেই, কী করে হয় সেটাও দেখব৷ গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। অগণতান্ত্রিক কিছু হলে বাংলার মানুষ মেনে নেবে না। আমাদের মুখ্যমন্ত্রী, সাধারণ সম্পাদক ও সাংসদেরা সংসদে যা বলেছে তার পরে নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন বলেই আমার মনে হয়৷’’

আরও পড়ুন: ডনবাস চাই! পুতিনের এই একটি শর্তেই মাথা ঘুরে গেল ট্রাম্পের! কোথায় এই ডনবাস, কেন চায় রাশিয়া? ওখানে কী আছে জানেন!

advertisement

নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের পক্ষে কাজ করেছে, এ অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধি-সহ অন‍্যান‍্য বিরোধী দলনেতারা। রবিবার বৈঠকে কমিশনের ঘোষণা, নির্বাচন কমিশনের কাছে কেউ পক্ষ, বিপক্ষ নয়। সবাই সমকক্ষ। যদিও চন্দ্রিমার দাবি, ‘‘সেটা কী আমরা দেখছি? এখন যখন নির্বাচনমুখী রাজ্য সেখানে হচ্ছে। নাম কাটার আগে হেয়ারিং দেওয়া হচ্ছে। তাহলে কী নিরপেক্ষ?’’

advertisement

‘ভোটচুরি’ বিতর্ক কমিশন জানিয়েছে, ‘‘প্রমাণ না দিয়ে চুরি শব্দ ব্যবহার করলে তা অসাংবিধানিক’’। অসাংবিধানিক বলায় তীব্র আপত্তি চন্দ্রিমার। তিনি বলেন, ‘‘উনি থামুক। তার কথায় সংবিধান হবে না। ভোট চুরি বললে অসাংবিধানিক হয়ে গেল৷ আর যখন কেউ বললেন বাংলা ভাষা সংবিধানে নেই কই তখন তো নির্বাচন কমিশনের সংবিধান বলতে দেখলাম না।’’

advertisement

আরও পড়ুন: মলমূত্রের ব্রিফকেস থেকে পরমাণু স‍্যুটকেস! রাশিয়ার প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা? পুতিনের বডিগার্ডদের কাছে কী কী থাকে জানলে চমকে যাবেন

গ্রামের ভোটারে শহরে এসে ভোট দেওয়া প্রসঙ্গে চন্দ্রিমার প্রতিক্রিয়া, ‘‘ওসব ছাড়ুন। এটা কোনওভাবেই সম্ভব নয়। গ্রাম ও শহরের দূরত্ব নির্বাচন কমিশন বোঝেন না। ডগ বাবুও এসেছেন, ক্যাট বাবুও এসেছেন। ওসব বলে লাভ নেই। আর এর নিরিখে যদি ভোট দান হয়েছে তাহলে সংবিধান ভেঙে দিক আগে। ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলার মানুষ নির্বাচন কমিশনকে ভয় পায় না। স্পষ্ট বার্তা চন্দ্রিমার। তিনি বলেন, ‘‘ওনাকেও(নির্বাচন কমিশনকে) কেউ ভয় করছেন না। বাংলার মানুষ ভয় পাচ্ছে না।’’ মানুষের মধ‍্যে SIR নিয়ে বিভ্রান্তি তৈরি করছে রাজনৈতিক দলগুলি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন রাজ‍্যের মন্ত্রী। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের জবাব দেওয়া প্রয়জন নেই। ওরা যাদের দ্বারা কন্ট্রোল হয় তারা এটা করছে না। কিন্তু যারা সংবিধানকে সম্মান করে তারা প্রশ্ন তুলছে এস আই আর নিয়ে।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandrima Bhattacharya: বঙ্গে হবেই SIR! ‘কী করে হয় সেটাও দেখব’, নির্বাচন কমিশনকে পাল্টা তোপ চন্দ্রিমার, ‘নিরপেক্ষ কোথায়’, কমিশনের কড়া নিন্দা রাজ‍্যের মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল