মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে সম্প্রতি এসেছিল মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। জয়েন্ট রিভিউ মিশন সম্প্রতি রাজ্যে মিড ডে মিল নিয়ে পরিদর্শন নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিলেও সেই রিপোর্ট রাজ্যকে না জানিয়েই জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী। জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রতিনিধি। কিন্তু, রিভিউ শেষে মিড ডে মিল প্রকল্প নিয়ে যে রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে রাজ্য সরকারের অধিকর্তার সই করানো হয়নি বলে অভিযোগ শিক্ষামন্ত্রীর।
advertisement
এখানেই শেষ নয়, রিপোর্টে কী আছে, তা-ও রাজ্যের প্রতিনিধিকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। সোমবার তিনি ট্যুইটে জানিয়েছেন, গোটা বিষয়টি জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে লিখিত আকারে জানানো হয়েছে।
এদিনের ট্যুইটে ব্রাত্য বসু লেখেন, 'আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ১৩ তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তর পেলে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যা কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে এটি তার প্রকৃষ্ট উদাহরণ।'
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজ্যে এসেছিল এই প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলে রাজ্যের তরফে মিড ডে মিল প্রকল্পের অধিকর্তাও ছিলেন। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রের কাছে। আর তা নিয়েই সোমবার বিস্ফোরক দাবি করেছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত সপ্তাহে টানা ৩১ ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি পালন করেছেন। গত সপ্তাহে শেষের দিকেই মিড ডে মিল খাতে রাজ্যকে ৬৩৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এটি ছিল দ্বিতীয় কিস্তির টাকা। সামগ্রিক ভাবে শিক্ষা অভিযান মিশনেও ৫৭৪ কোটি টাকা কেন্দ্র দিয়েছে রাজ্যকে। সব মিলিয়ে ১২০০ কোটি টাকা কেন্দ্র দিয়েছে রাজ্যকে। কিন্তু সোমবারের শিক্ষামন্ত্রী ট্যুইট করে বিস্ফোরক অভিযোগের পর ফের নতুন করে কেন্দ্র-রাজ্য টানাপড়েন শুরু হল বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
