TRENDING:

Sealdah-Sector Five Metro Service : আগামিকাল থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনে শুরু যাত্রী-পরিষেবা, জেনে নিন ট্রেনের সময়সূচি

Last Updated:

Sealdah-Sector Five Metro Service : আপাতত রবিবার কোনও পরিষেবা এই রুটে পাওয়া যাবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে পাওয়া যাবে মেট্রো-পরিষেবা । মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছন যাবে মাত্র ২১ মিনিটে । শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য় । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টার সময় ।
মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছন যাবে মাত্র ২১ মিনিটে
মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছন যাবে মাত্র ২১ মিনিটে
advertisement

আবার, শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ । সকাল এবং রাতের দিকে দুই রুটেই দুটো মেট্রোর ব্যবধান থাকবে ২০ মিনিট । ব্যস্ত সময়ে ব্যবধান কমে হবে ১৫ মিনিট । বৃহস্পতিবার থেকেই দিনে ১০০টি করে মেট্রো-যাত্রা হবে এই রুটে । ৫০টি শিয়ালদহ থেকে এবং ৫০টি সল্টলেকের সেক্টর ফাইভ থেকে চলবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন,  ‘‘ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচলের সময়ের ব্যবধান যা দাঁড়িয়েছে তা হল, সকাল ৬: ৫৫ থেকে সকাল ৮: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর৷ সকাল ৮:৫৫ থেকে সকাল ১০: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সকাল ১০: ৫৫ থেকে বিকেল ১৬: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর। বিকেল ১৬: ৫৫ থেকে সন্ধ্যা ১৯: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সন্ধ্যা ১৯: ৫৫ থেকে রাত ২১: ৩৫ মিনিট অবধি মেট্রো ২০ মিনিট অন্তর চলবে ।উল্টোদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি মেট্রো চলাচলের সময়সীমা যা থাকছে, সকাল ০৭: ০০ থেকে সকাল ০৯: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সকাল ০৯: ০০ থেকে সকাল ১১:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ১১:০০ থেকে বিকেল ১৭: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। বিকেল ১৭: ০০ থেকে রাত ২০:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। রাত ২০:০০ থেকে রাত ২১:৪০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর৷ ’’

advertisement

আরও পড়ুন : রাস্তায় নামছে সিপিএমের মহিলা ব্রিগেড, রণকৌশল গোপন রাখছেন নেতৃত্ব 

আরও পড়ুন :  মিলেনিয়াম পার্কের টিকিট বিক্রির টাকা গায়েব, অভিযোগ এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে 

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ

প্রথম মেট্রো : সকাল ৬:৫৫

সকাল ৬:৫৫-৮:৫৫ = ২০ মিনিট অন্তর

advertisement

সকাল ৮:৫৫-১০:৫৫ = ১৫ মিনিট অন্তর

সকাল ১০: ৫৫- বিকেল ৪:৫৫  = ২০ মিনিট অন্তর

বিকেল ৪:৫৫- সন্ধ্যা ৭:৫৫  = ২০ মিনিট অন্তর

শেষ মেট্রো : রাত ৯ : ৩৫

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

প্রথম মেট্রো : সকাল ৭

advertisement

সকাল ৭-৯ = ২০ মিনিট অন্তর

সকাল ৯-১১ = ১৫ মিনিট অন্তর

সকাল ১১- বিকেল ৫  = ২০ মিনিট অন্তর

বিকেল ৫- রাত ৮  = ১৫ মিনিট অন্তর

রাত ৮-৯:৪০ = ২০ মিনিট অন্তর

শেষ মেট্রো : রাত ৯:৪০

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শনিবার পূর্ণ মাত্রায় মেট্রো চললেও আপাতত রবিবার কোনও পরিষেবা এই রুটে পাওয়া যাবে না । তবে আগামিদিনে যাত্রী সংখ্যার নিরিখে রবিবারও মেট্রো চলাচল শুরু করে দিতে চান কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah-Sector Five Metro Service : আগামিকাল থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনে শুরু যাত্রী-পরিষেবা, জেনে নিন ট্রেনের সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল