TRENDING:

Md Salim: বড়দিনে বিরাট চমক মহম্মদ সেলিমের, হঠাৎ চলে গেলেন চাকরিপ্রার্থীদের কাছে! তারপর...

Last Updated:

Md Salim: সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বড়দিনের দুপুরে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকোপার্ক, নিকোপার্ক, পার্কস্ট্রিটে উৎসবের ছোঁয়া। মানুষ আনন্দ করছে, কেক কাটছে। তখন রাস্তায় চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনরত সেই চাকরি প্রার্থীদের সঙ্গে রবিবার দেখা করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এর আগেও তিনি ঈদ, দুর্গাপুজো, দীপাবলী এবং ভাইফোঁটাতেও চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন। যদিও শাসকদলের এই বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেছেন। ত্রিপুরাতেও বাম আমলে একই রকম ঘটনা ঘটেছিল। মহম্মদ সেলিম সেখানেও একবার যান। ভাইফোঁটাতে সেখানে গিয়েও বসুন।"
আন্দোলনকারীদের কাছে সেলিম
আন্দোলনকারীদের কাছে সেলিম
advertisement

সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সেলিম বলেন, ‘‘সাদা খাতা জমা দিয়ে এক দল চাকরি পেয়ে গিয়েছে! আবার যেখানে আদালতের নির্দেশে পথ খোলা আছে, সেখানেও নিয়োগ নেই। তরুণ প্রজন্মের জন্য এই সরকারের সদিচ্ছা নেই!’’ যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলনে পাশে তাঁরা আছেন বলে রবিবার ফের স্পষ্ট করেছেন তিনি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর বিরোধীরা ‘নাটক’ করছে!

advertisement

আরও পড়ুন: এবার রোস্টার মেনে মানুষের দুয়ারে পৌঁছবেন তৃণমূল নেতারা, শুরুতেই উত্তর ২৪ পরগণা

এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে চায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেই লক্ষ্যেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। এমনকি এই উৎসবের মরসুমকেও প্রচারের কাজে ব্যবহার করা হবে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ এই যেমন সোমবার শিয়ালদা স্টেশনে এমনই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। কী রকম হবে এই প্রচার? সংগঠন সূত্রে খবর, বড়দিন উপলক্ষে উৎসবের মুডে রয়েছে বাঙালি।

advertisement

আরও পড়ুন: 'ভবিষ্য়তে ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গেই কাজ করব', প্রজাপতি বিতর্কে মুখ খুললেন দেব

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্বাভাবিক ভাবেই শহর ও শহরতলি থেকে প্রচুর মানুষ কলকাতায় আসবেন এই সময়। আর এই সুযোগে মানুষের মধ্যে প্রচার চালানো হবে। 'ভুয়ো শিক্ষক তাড়াও ছাত্র সমাজ বাঁচাও' কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে ঢ্যাড়া পিটিয়ে বলা হবে 'স্কুলে আপনার সন্তান কে যিনি পড়াচ্ছেন তিনি ভুয়ো শিক্ষক নন তো?'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Md Salim: বড়দিনে বিরাট চমক মহম্মদ সেলিমের, হঠাৎ চলে গেলেন চাকরিপ্রার্থীদের কাছে! তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল