সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সেলিম বলেন, ‘‘সাদা খাতা জমা দিয়ে এক দল চাকরি পেয়ে গিয়েছে! আবার যেখানে আদালতের নির্দেশে পথ খোলা আছে, সেখানেও নিয়োগ নেই। তরুণ প্রজন্মের জন্য এই সরকারের সদিচ্ছা নেই!’’ যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলনে পাশে তাঁরা আছেন বলে রবিবার ফের স্পষ্ট করেছেন তিনি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর বিরোধীরা ‘নাটক’ করছে!
advertisement
আরও পড়ুন: এবার রোস্টার মেনে মানুষের দুয়ারে পৌঁছবেন তৃণমূল নেতারা, শুরুতেই উত্তর ২৪ পরগণা
এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে চায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেই লক্ষ্যেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। এমনকি এই উৎসবের মরসুমকেও প্রচারের কাজে ব্যবহার করা হবে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ এই যেমন সোমবার শিয়ালদা স্টেশনে এমনই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। কী রকম হবে এই প্রচার? সংগঠন সূত্রে খবর, বড়দিন উপলক্ষে উৎসবের মুডে রয়েছে বাঙালি।
আরও পড়ুন: 'ভবিষ্য়তে ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গেই কাজ করব', প্রজাপতি বিতর্কে মুখ খুললেন দেব
স্বাভাবিক ভাবেই শহর ও শহরতলি থেকে প্রচুর মানুষ কলকাতায় আসবেন এই সময়। আর এই সুযোগে মানুষের মধ্যে প্রচার চালানো হবে। 'ভুয়ো শিক্ষক তাড়াও ছাত্র সমাজ বাঁচাও' কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে ঢ্যাড়া পিটিয়ে বলা হবে 'স্কুলে আপনার সন্তান কে যিনি পড়াচ্ছেন তিনি ভুয়ো শিক্ষক নন তো?'