TRENDING:

আবাস যোজনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য নবান্নে, তালিকার অভিযোগের নিষ্পত্তি নিয়ে ঝামেলা

Last Updated:

এই অভিযোগের ৬০ শতাংশ অভিযোগের কোনও নিষ্পত্তি হয়নি এই জেলায়। একই ভাবে ৮০ শতাংশ অভিযোগ নিষ্পত্তি হয়নি পূর্ব বর্ধমানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য খোদ নবান্নের হাতে। অভিযোগ জানানোর পরেও অভিযোগ-এর নিষ্পত্তি হচ্ছে না এই তথ্য হাতে পেয়ে কার্যত চক্ষু চড়কগাছ নবান্নের শীর্ষ আধিকারিকদের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য প্রার্থী হয়েও উপভোক্তা তালিকায় নাম না থাকার জন্য সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল পূর্ব মেদিনীপুরে। তেমনটাই নবান্ন সূত্রে খবর।
advertisement

এই অভিযোগের ৬০ শতাংশ অভিযোগের কোনও নিষ্পত্তি হয়নি এই জেলায়। একই ভাবে ৮০ শতাংশ অভিযোগ নিষ্পত্তি হয়নি পূর্ব বর্ধমানে। অভিযোগ সংক্রান্ত জেলা ভিত্তিক রিপোর্ট পর্যালোচনা করে নবান্নে পেশ করা পঞ্চায়েত দফতরের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও

advertisement

আরও পড়ুন- খাস কলকাতায় পুরসভার প্রাক্তন মেয়রের ঘর দখল! অভিযোগ কার দিকে

তাতে দেখা গিয়েছে পাঁচ জেলার ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি না হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এই জেলাগুলিতে অভিযোগ জানানোর যে পরিকাঠামো তৈরি করতে নবান্ন নির্দেশ দিয়েছিল বিশেষ করে কন্ট্রোলরুমে পর্যাপ্ত লোকের ব্যবস্থা তাও যথাযথ কার্যকর করা হয়নি। এই চার জেলা হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা  ও নদীয়া। দেখা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৪৪৩৪ টি অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে নিষ্পত্তি হয়নি ২৫৭৩টি।পূর্ব বর্ধমানে ১৭৭৯ টি অভিযোগের মধ্যে ১৩৭২ টি অভিযোগের নিষ্পত্তি হয়নি। পশ্চিম মেদিনীপুরে ১১৮২ টি অভিযোগ জমা পড়েছে। ৬০৩ টি অভিযোগের তদন্ত হয়নি। উত্তর ২৪ পরগনায় ৫৪৭ টি অভিযোগ জমা পড়েছিল। ২০৬ টি অভিযোগ তদন্ত করে দেখা হয়নি। নদীয়ায় ৪২২ টি অভিযোগের মধ্যে ১৮৫ টি ক্ষেত্রে দেখা হয়নি।

advertisement

রাজ্য সরকার স্বচ্ছ উপভোক্তা তালিকা তৈরি করার ওপর গুরুত্ব দিচ্ছে। তাই চূড়ান্ত তালিকায় পাকা বাড়ি রয়েছে এমন একজনেরও নাম যাতে না পাওয়া যায় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। যারা বাঁধা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গোটা কাজটা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। যোগ্য উপভোক্তার নামের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক। কারণ বাড়ি নার্মাণের খরচ আধার পেমেন্ট বেস সিস্টেমকে ব্যবহার করতে চায় রাজ্য। কেন্দ্রের নির্দেশ মোতাবেক রাজ্যের তরফে তা জানানো হয়েছে জেলাগুলিকে। সবমিলিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় অস্বস্তিতে নবান্ন এর শীর্ষ মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবাস যোজনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য নবান্নে, তালিকার অভিযোগের নিষ্পত্তি নিয়ে ঝামেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল