গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপসকে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। সেই বয়ানকে সামনে রেখেই এদিন সওয়াল করতে চলেছেন ইডির আইনজীবী। মূলত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার হিসেব নিয়ে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাতে মানিকের বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার কথা জানান তিনি, এমনই দাবি ইডির।
advertisement
আরও পড়ুন: নজরে নন্দীগ্রাম, কুণালের সভায় বেনজির ঘটনা! চমক দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী
আজ মানিকের তরফে জামিনের আবেদন করা হলে, তার বিরোধিতা করা হবে ইডির তরফে। এদিকে, দিল্লির ED দফতরে হাজিরা দিয়ে ফিরলেন বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক রাজীব ভট্টাচার্য।
আরও পড়ুন: গরু, কয়লা পাচারের বীরভূমে এ কোন নতুন চক্র! প্রতারণা দেখে চমকে উঠছে পুলিশও
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আহাম্মদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা ও চাল কল মালিক রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের স্ত্রী অসুস্থ থাকার সময় বেশ কিছু টাকা অ্যাকাউন্ট মারফত লেনদেন করেছিলেন। তাকে ইডি জেরা করে দিল্লিতে এবং আজ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে এসে নামেন ED দফতরে হাজিরা দেওয়ার পর।