শুক্রবার, সমাজমাধ্যমে একটি পোস্টে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে ‘জাতিবিদ্বেষী’ বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন: দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর! বছর শেষে বড় ঘোষণা মেট্রোর
এই পোস্টে তিনি লেখেন, “বিজেপি ধাপে ধাপে আমাদের সংবিধানের মূল্যবোধগুলিকে ধ্বংস করছে। ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এই দল। ভারতের সংবিধান প্রণেতার সম্বন্ধে এই ন্যক্কারজনক মন্তব্যকে ধিক্কার জানাই।”
আরও পড়ুন: সেটের ফলপ্রকাশ ফেব্রুয়ারিতেই, জানুয়ারির শুরুতেই আপলোড হবে মডেল উত্তরপত্র!
এরপরে তিনি আরও লেখেন, “বাবাসাহেব ভারতের স্বাধীনতা,গণতন্ত্র,প্রজাতন্ত্র এবং সাম্যের কথা বলতেন। যেখানে প্রতিটি শ্রেণী, জাত-পাত এবং সম্প্রদায় সুখে শান্তিতে বসবাস করবেন। কিন্তু, বিজেপি এই ভাবনাতেই আঘাত হানতে চায়। আমরা তাই এই ঘটনার প্রতিবাদে, আগামী ২৩ ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে দুপুর ২ টো থেকে ৩টে পর্যন্ত বাংলার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি।”
সংবিধান রক্ষার্থে সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানান তৃণমূলনেত্রী। তিনি লেখেন, “আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি, বাবাসাহেবের ঐতিহ্য এবং আমাদের সংবিধানের শক্তিকে ধরে রাখতে বিজেপির অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে।”