এখানেই শেষ নয়, মমতা লেখেন, ''আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।''
advertisement
আরও পড়ুন: এক কথাতেই 'তেজ' বোঝালেন রোদ্দুর, কলকাতায় পা রেখেই বিস্ফোরক মন্তব্য! যা বললেন...
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর মন্তব্যকে পরে টুইটে সমর্থন জানান দিল্লি বিজেপির প্রধান নবীন জিন্দাল। এরপরই পশ্চিম এশিয়ার বহু ইসলামিক রাষ্ট্র ক্ষোভে ফেটে পড়েন। একাধিক দেশ ভারতীয় দূতাবাস কর্মীদের ডেকে কার্যত ভর্ৎসনা করে। বেশকিছু দেশ আবার ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেয়।
আরও পড়ুন: দলের ক্ষতি হচ্ছে, কারণ কি দিলীপ-সুকান্তদের সংঘাত? সন্তোষের অসন্তোষে BJP-তে শোরগোল
পরিস্থিতি যাতে আরও ঘোরালো না হয়, সে দিকেও সতর্ক বিজেপি। দলের যে সকল নেতাদের বিরুদ্ধে অতীতে কুকথা বা ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল, তাঁদেরও সতর্ক করেছে দল। পয়গম্বর- মন্তব্যের জেরে নূপুরকে সাসপেন্ড ও নবীনকে বহিষ্কার করেছে বিজেপি। এবার তাঁদের গ্রেফতারির দাবিও তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।