একুশের নির্বাচনের আগে যে যোগদান মেলা বিজেপি শুরু করেছিল তা একুশের নির্বাচনের ফলাফলের পর থেকে সেটাই ব্যুমেরাং হয়ে উঠেছে। একাধিক বিধায়ক–সাংসদ থেকে নেতা–কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শহিদ দিবস। সেখানে কোন হেভিওয়েট শিবির বদল করবেন? এই প্রশ্নেই আপাতত তোলপাড় চলছে গেরুয়া শিবিরে। জল্পনা আরও বেড়ে গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি বলেছেন, ''একুশের মঞ্চে যা চমক থাকবে, দেখতে পারবেন।''
advertisement
আরও পড়ুন: পরদিন ভোরে এসেছিল দুঃসংবাদটা, ৯৩-এর ২১ জুলাই এখনও চোখে ভাসে 'শহিদের' স্ত্রীর
প্রতি বছরই কোনও না কোনও হেভিওয়েট একুশের মঞ্চে তৃণমূলে যোগদান করেন। বিগত কয়েক বছর ধরে এটাই রীতি হয়ে গিয়েছে। এবারের প্রশ্ন সেটা কে হবেন? সংখ্যাটা কি এক নাকি একাধিক? তারা কারা? রাজনীতির লোক, নাকি কোনো তারকা? উঠছে প্রশ্ন, যার উত্তরে এখনও মুখে কুলুপ তৃণমূল নেতৃত্বের।
আরও পড়ুন: আজ বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার ধর্মতলায় সমাবেশের প্রস্তুতি দেখতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, চমক মানেই কি যোগদান, একটু অপেক্ষা করুন, রাত পোহালেই দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলবেন সেটাই তো চমক! কিন্তু এতে কি আর কৌতুহল মেটে? নেতা, নেত্রীরা এ নিয়ে কোনও উত্তর না দিলেও দলের অন্দরে কান পাতলে উঠে আসছে বেশ কিছু নাম। কয়েক দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসা শোভন চট্টোপাধ্যায় হলেন সেই নামের 'নর্ম্যাল চয়েজ'। তবে বুধবার সন্ধে পর্যন্ত এ নিয়ে কেউ কোনও মুখ খোলেননি। তাই সময়ের অপেক্ষা, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই হবে জল্পনার অবসান।