TMC 21 July Rally: পরদিন ভোরে এসেছিল দুঃসংবাদটা, ৯৩-এর ২১ জুলাই এখনও চোখে ভাসে 'শহিদের' স্ত্রীর

Last Updated:

TMC 21 July Rally: রাত হলেও স্বামী না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তিনি। ২২ শে জুলাই প্রায় ভোররাতে খবর আসে।

রতন মণ্ডলের স্ত্রী
রতন মণ্ডলের স্ত্রী
#কলকাতা: ২১ শে জুলাই মৃত্যু দিবস সোনারপুরের কামরাবাদ অঞ্চলের বাসিন্দা রতন মণ্ডলের। ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকে মহাকারণ অভিযানে গিয়েছিলেন তিনিও। পরে বাড়িতে খবর আসে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন রতন। এক ছেলে ও তিন মেয়ের সংসার নিয়ে তখন অথৈ জলে পড়েছিলেন মহারাণী মণ্ডল। স্ত্রীকে কাজে বের হচ্ছি বলে জানিয়েছিলেন রতন।
রাত হলেও স্বামী না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তিনি। ২২ শে জুলাই প্রায় ভোররাতে খবর আসে। সেই থেকে দুর্দশার মধ্যে চলছিল পরিবার। পরিবর্তনের পর অবশ্য অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। প্রতিবছর ২১ শে জুলাই এলেই কান্নায় ভেঙে পড়েন মহারাণী মণ্ডল।
advertisement
advertisement
১৯৯৩ সালের একুশে জুলাই মেয়ো রোডে মহাকরণমুখী মিছিলে গুলি চালায় পুলিশ ৷ মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর ৷ সেই তালিকায় ছিল রতন মণ্ডলের নামও। প্রতি বছর ২১ জুলাই শহিদ পরিবারকে সম্মান জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস সমর্থকের প্রাণ যাওয়ার পরের বছর থেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ‘শহিদ দিবস’ হিসেবে পালন করতে শুরু করে যুব কংগ্রেস।
advertisement
এর পর ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল তৈরি করার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই পালন করেন। তৃণমূলের সবচেয়ে বড় দলীয় অনুষ্ঠান এই ২১ জুলাই। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আরও ‘গুরুত্ব’ বেড়েছে এই বিশেষ দিনের। বিভিন্ন জেলা থেকে এসে এই কর্মসূচিতে যোগ দেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। তবে দু’বছর ধরে অতিমারি থাবা বসিয়েছে এই কর্মসূচিতে। গত দু’বছর ধরে নেত্রীর নির্দেশে ভার্চুয়ালি ‘শহিদ দিবস’ পালন করেছেন নেতা-কর্মীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC 21 July Rally: পরদিন ভোরে এসেছিল দুঃসংবাদটা, ৯৩-এর ২১ জুলাই এখনও চোখে ভাসে 'শহিদের' স্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement