Mamata Banerjee: আজ বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মার্গারেট আলভার মনোনয়নে হাজির ছিলেন না তৃণমূলের কেউ। 

আজ বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, কলকাতা: উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের কৌশল কী হবে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপাতত তারা অপেক্ষা করবে আজ, বৃহস্পতিবার ২১ জুলাই বিকেল পর্যন্ত ৷ আজ বিকেল চারটেয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছে। যেখানে লোকসভা ও রাজ্যসভার সব সাংসদরা হাজির থাকবেন ৷ সেখানেই জানিয়ে দেওয়া হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৌশল কী হতে চলেছে।
ইতিমধ্যেই এনডিএ শিবির উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে চমক দিয়েছে। এবার বিরোধী জোট একত্রিত হয়ে কাকে প্রার্থী করে সকলের নজর এখন সেদিকেই রয়েছে৷ব্যক্তি জগদীপ ধনখড় নিয়ে তৃণমূলের বেশ কিছু নেতা তাদের ব্যক্তিগত মত পোষণ করলেও বাকি বিষয় নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন তারা। বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায় জানিয়েছেন, ‘‘রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন উনি। এমন অনেক বিষয়েই আমাদের দল ও সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, যা রাজ্যপাল পদে থেকে বলা যায় না। আশা করব বর্তমান রাজ্যপালের বদলে যিনিই বাংলার দায়িত্বে আসবেন, তিনি আমাদের সরকারকে সহযোগিতা করে চলবেন।’’
advertisement
advertisement
প্রবীণ সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘‘তৃণমূলকে উত্যক্ত করার পুরস্কার হিসেবে ওঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।’’ তবে আগামী রণকৌশল নিয়ে প্রতিক্রিয়ায় এখনই মুখ খুলতে নারাজ তাঁরা। বাংলার শাসকদল তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, এখনই এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছে না দল। ২১ জুলাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকেই তৃণমূলের অবস্থান ঠিক করা হবে।
advertisement
মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনও মন্তব্য করছে না। স্পষ্টভাবে বলছি, আমাদের সর্বভারতীয় সভানেত্রী আগামী ২১ তারিখ দলের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন। তাতে এই বিষয়টি নিয়ে আলোচনা, পর্যবেক্ষণ, অবস্থান সব ঠিক হবে। তার আগে পর্যন্ত দল সব কিছুর দিকে নজর রাখছে, তবে কোনও মন্তব্য নয়।’’ দলের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ‘‘আপাতত আমরা ২১ জুলাই কর্মসূচী নিয়ে ব্যস্ত৷ দলনেত্রী বৈঠক ডেকেছেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই করা হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আজ বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement