TRENDING:

Mamata Banerjee: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee: সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, তিনি বলেন, ''ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে?''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি সহ একাধিক কাণ্ডে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। হাই কোর্টের তরফে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট মন্ত্রীকেও দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই পরিস্থিতিতে এবার বিজেপিকে তুমুল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
advertisement

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, তিনি বলেন, ''ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।''

advertisement

আরও পড়ুন: বীভৎস, পাটক্ষেতে তৃণমূল নেতার এ কী অবস্থা! মধ্যরাতে হাড়হিম হয়ে গেল তপনবাসীর

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী যখন এ কথা বলছেন, তখন ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ওয়াকআউটও করে তাঁরা। সেই সময়ই মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, ''২০২৪-এ মানুষই আপনাদের বুলডোজ করবে। আর্মিকে অপমান করা হচ্ছে। ২৪-এর আগে দেশ সেবার জন্য নয়, বিজেপির কিছু গুন্ডা তৈরি করার জন্য এই সব করা হচ্ছে। ছাত্র যুব দের চাকরি দাও, মাথায় তুলে রাখব।''

advertisement

আরও পড়ুন: যেন অরিজিৎই গাইছেন! 'দোল দোল' গেয়ে ভাইরাল ডেবরার আকাশ, চিনুন তাঁকে...

মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আমি একটা লোকেরও চাকরি খাই নি, খাবও না।

চাকরি দিতে না পারি, চাকরি খাব? ভুল করার অধিকারটাও একটা অধিকার। বিবেকানন্দ বলেছেন। যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এটা ত্রিপুরা নয়, সেখানে ১০ হাজার লোকের চাকরি দেবে বলেছিল। একটাও দেয়নি। বিজেপির এক মুখপাত্রের মন্তব্যে সারা দেশে গন্ডগোল হল। আগে কখনো এ রকম হয়নি। ৪ বছর পরে তারা আর্মি নয়, তারা আর্মস ট্রেনিং নিয়ে তারা একটা আর্মস পেয়ে গেল। এটা আর্মিকে অপমান করা। আমি আর্মিকে সম্মান করি। অগ্নিপথ করে কেন্দ্র বিজেপির সশস্ত্র গুন্ডা তৈরি করছে। সামনে ২৪ আসছে, তখন তো দরকার হবে।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল