Viral Singer| Arijit Singh|| যেন অরিজিৎই গাইছেন! 'দোল দোল' গেয়ে ভাইরাল ডেবরার আকাশ, চিনুন তাঁকে...

Last Updated:

Debra Resident Akash Kumar Das sung exact like Arijit Singh: বছর দু'য়েক আগেই হরিহরপুর উপ-ডাকঘরে পোস্টমাস্টারের চাকরি পান আকাশ কুমার দাস। ৪ বছর বয়সে কাকার কাছে গানের হাতেখড়ি।

আকাশ কুমার দাস।
আকাশ কুমার দাস।
#ডেবরা: পেশায় পোস্টমাস্টার। ডেবরা ব্লকের বহুলাশিনীর বাসিন্দা আকাশের ছোট থেকেই ধ্যানজ্ঞান গান। তার ওপরে আবার তিনি আবার অরিজিৎ সিংয়ের মস্ত বড় ফ্যান। 'গুরু'র গান যখন হইচই ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে, ঠিক সেই সময়ে একই গান গেয়ে গুরুকে সম্মান জানানোর ইচ্ছে জেগেছিল মনে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ, 'ট্র্যাক' মিউজিকের সঙ্গে মিলিয়ে ফেললেন গলা। আকাশের গলায় গাওয়া সেই 'দোল দোল দোল' এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে।
প্রসঙ্গত, বছর দু'য়েক আগেই হরিহরপুর উপ-ডাকঘরে পোস্টমাস্টারের চাকরি পান আকাশ কুমার দাস। ৪ বছর বয়সে কাকার কাছে গানের হাতেখড়ি। বছর কয়েক আগে থেকেই ট্র্যাক মিউজিকেও গলা মেলাচ্ছেন।সোশ্যাল মাধ্যমেও যথেষ্ট 'অ্যাকটিভ' আকাশ। ফলে তাঁর গান মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সম্প্রতি আকাশের গান সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই হু হু করে বেড়েছে আকাশের ফলোয়ার সংখ্যা। গানের ক্যাপশনে আকাশ লিখেছেন, "ভাবি নি কোনদিন এই গানটা গাইতে পারব বা গাইবো তবে আজ গুরুদেবের Arijit Singh গানটা শোনার পর শিহরিত হলাম, কত সাবলীলভাবে গান গাইলেন ,,,তাই আমিও একটু চেষ্টা করলাম।"
advertisement
advertisement
ইতিমধ্যেই আকাশের ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭ হাজারের গন্ডি। নেটিজেনদের ভালোবাসা পেলেও ডেবরার আকাশের স্বপ্ন এখন একটাই, একবার গুরু অরিজিৎ সিংয়ের পায়ে হাত দিয়ে প্রনাম করা।
Digvijay Mahali
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Singer| Arijit Singh|| যেন অরিজিৎই গাইছেন! 'দোল দোল' গেয়ে ভাইরাল ডেবরার আকাশ, চিনুন তাঁকে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement