এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যে দলের যত বড় নেতাই হোন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না৷ বিশেষত অবৈধ বালি তোলা, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার মতো অভিযোগ এলে যে দলের যত বড় নেতাই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি স্পষ্ট করে দেন, নিজের দল তৃণমূল কংগ্রেসের নেতারাও ছাড় পাবেন না এই সমস্ত ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! তাপমাত্রায় জয়সলমেরকে হারিয়ে দিল ঝাড়গ্রাম! পার্থক্য শুনলে চমকে উঠবেন...
রামপুরহাটের ঘটনায় স্বজনহারা পরিবারকে চাকরি দেওয়ার বিষয়টি নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। সেই প্রসঙ্গেও এদিন বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ''কোনও সামাজিক দায়বদ্ধতা আছে ওদের? আমি চাকরি গুলো দিয়েছি আমার কোটা থেকে। এদের শেখা উচিত। ঝড়ে মারা গেছেন যারা, তাঁদের পরিবারের জন্যও আমরা করেছি। যারা টাকা তুলে বেরিয়েছে তাদের কী বলব? বাইরে থেকে কেন অবৈধ কয়লা আসবে? আর সেই কারণে ইডি, সিবিআই দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে? উত্তর প্রদেশ থেকে গরু আসবে আর দোষ হয়ে যাবে আমার। আমার সীমান্ত দিয়ে যাবে। বিএসএফ ছেড়ে দিচ্ছে। আর দোষ হয়ে যাচ্ছে আমার।''
মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, অসম থেকে যাতে বেআইনি কয়লার গাড়ি ঢুকতে না পারে। পুলিশ যেন ভুল না করে, যাতে সরকারকে খেসারত না দিতে হয়। এ দিন দুয়ারে সরকারের শিবির নিয়েও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই বিভিন্ন জেলার এসপি- ডিএমদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুলিশ সুপার এবং জেলাশাসকদের একসঙ্গে কাজ করতে হবে৷