উত্তর ২৪ পরগনা, দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুরের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন। কেন ওই তিন জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তা নিয়ে জেলাশাসকদের কাছে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নিতে হবে আপনাদের, জেলাশাসকদের উদ্দেশে এমনও বলেন মুখ্যমন্ত্রী।
advertisement
মঙ্গলবার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৫২, আর বুধবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৯২৫ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। সক্রিয় রোগীর সংখ্যায় তেমন হেরফেরও হয়নি। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগী ২২ হাজার ৩৭৮ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩২ শতাংশ।
কিন্তু উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ২১৬ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ১৪৪ জন, মৃত্যু যদিও ১ জনের, আবার দার্জিলিংয়ে সংখ্যাটা বেড়ে হয়েছে আক্রান্ত ১৬৯ এবং মৃত ৬ জন। ফলে পাহাড় থেকে সমতল, চিন্তায় রাখছে রাজ্যের তিন জেলাই।
প্রসঙ্গত, গোটা দেশের জন্যই বর্তমানে চিন্তা হয়ে দাঁড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। দেশের আট জায়গায় ইতিমধ্যেই থাবা বসিয়েছে এই নতুন আতঙ্কের ভ্যারিয়েন্ট। যে কারণে দৈনিক আক্রান্তের সংখ্যা দেশে প্রায় ১৯ হাজার বেড়ে গিয়েছে। মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশে ইতিমধ্যেই থাবা বসিয়েছে Delta strain or B.1.617.2 variant। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি রাজ্যে থাবা বসিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তারই মধ্যে বাংলায় তিন জেলাকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
