Indian Railways New Timings In New Year: রেলের বড়সড় চেঞ্জ, একের পর এক ট্রেনের সময়সূচিতে বড় বদল, নতুন বছরে রেলের নতুন টাইমিং
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways New Timings In New Year: পূর্ব রেলওয়ের নতুন টাইম টেবিল কার্যকর হবে আগামীকাল থেকে
advertisement
1/6

কলকাতা: পূর্ব রেলওয়ের নতুন টাইম টেবিল ০১.০১.২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই নতুন টাইম টেবিলের মূল উদ্দেশ্য হল সময়ানুবর্তিতার বন্ধনে ট্রেন পরিচালনার মাধ্যমে যাত্রা সুনিশ্চিত করা। যাত্রা সময় কমে যাওয়ায় পরিচালনাগত সুবিধা বৃদ্ধির ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর সুযোগ সৃষ্টি হবে।
advertisement
2/6
এই উন্নতি সারা বছর ধরে নিবিড় রক্ষণাবেক্ষণ কাজের ফলস্বরূপ অর্জিত হয়েছে এবং এর ফলে যাত্রীরা আরও দ্রুত ও দক্ষ রেলযাত্রার অভিজ্ঞতা লাভ করতে পারবেন। পরিকাঠামো ও রেলপথের উন্নয়নের ফলে ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলবে। নতুন টাইম টেবিলে মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন, ট্রেন যাত্রার দিন সংখ্যা পরিবর্তন, ট্রেন রুট সম্প্রসারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
3/6
নতুন টাইম টেবিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ, দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ, চার জোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ, একটি শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) শান্তিপুর পর্যন্ত সম্প্রসারণ, একটি বি.বা.দি. বাগ–ব্যারাকপুর ইএমইউ লোকাল (৩০১১৩) কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ এবং একটি ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল (৩১২৪২) কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও দুটি বর্ধমান–তিন পাহাড় মেমু ট্রেন (৬৩০৬৩, ৬৩০৬৪) সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হবে।
advertisement
4/6
৬টি ইএমইউ ট্রেনের চলাচল সংশোধন করা হয়েছে। ৩৩৩১৮/৩৩৩২১ হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে ৬ দিন চললেও নতুন টাইম টেবিল অনুযায়ী এটি প্রতিদিন চলবে।
advertisement
5/6
অন্যদিকে ৩১২২৩/৩১২৪২ শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল এবং ৩০১১৬/৩০১১৩ ব্যারাকপুর–বি.বা.দি. বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন চলবে।
advertisement
6/6
এছাড়াও, মোট ৪৫টি মেল/এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ/মেমু/ডেমু/প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন সময় মেনে ট্রেন চালানোই তাদের প্রধান উদ্দেশ্য।