TRENDING:

Tarapith Temple: পুরনো বছরকে বিদায় জানিয়ে আগামীকে সুরক্ষিত করার প্রার্থণা নিয়ে তারাপীঠে মায়ের দর্শন, রইল মা তারা-র ফটো

Last Updated:
Tarapith Temple: ইংরেজি বছরের শেষ দিন তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম,দেখুন সেই চিত্র
advertisement
1/6
পুরনো বছরকে বিদায় জানিয়ে আগামীকে সুরক্ষিত করার প্রার্থণা নিয়ে তারাপীঠে মায়ের দর্শন
বীরভূম: রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবাসী। ২০২৫ সালের সমাপ্তি ঘটিয়ে ২০২৬ সালে নতুনভাবে নতুন আঙ্গিকে জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করবেন সকলেই। আর এই নতুন বছরে সুস্থ থাকার এবং জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করতে প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এই বছরও যদিও তার ব্যতিক্রম নয়।
advertisement
2/6
বুধবার সকাল থেকেই অর্থাৎ বছরের শেষ দিন থেকেই দূর-দূরান্ত থেকে পর্যটকেরা তারাপীঠ মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন। সকাল গড়িয়ে দুপুর যত এগোচ্ছে পর্যটকদের সংখ্যা কাতারে কাতারে বৃদ্ধি পাচ্ছে।
advertisement
3/6
পর্যটকদের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তারাপীঠ মন্দির কমিটি। ইতিমধ্যেই আলোর সাজে এবং ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
advertisement
4/6
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির তরফ থেকে পর্যটকদের নাকা চেকিং করে তারপরে মন্দিরে ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মন্দিরের গর্ভ গৃহের ভেতরে কোনওভাবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন জমা দেওয়ার পর তারপরে মন্দিরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের।
advertisement
5/6
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান" এই বছরও তারাপীঠের প্রায় অর্ধেকের বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে, আশা করা হচ্ছে প্রত্যেক বছরের মতন এই বছরও প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটবে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি মন্দির কমিটি নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, গোটা মন্দির চত্বর ইতিমধ্যেই ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে।"
advertisement
6/6
ইংরেজি নববর্ষের প্রথম দিন দুপুরবেলায় মা তারা কে পাঁচ রকম ভাঁজা, পাঁচ রকম মিষ্টি, বিভিন্ন ধরনের সবজি, পাঁঠার মাংস, মাছের মাথা ভাজা, শোল মাছ পোড়া, কারণ, পায়েস, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি দিয়ে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা বেলায় মা তারা কে রাজেশ্বরী রুপে সাজিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে, যার মধ্যে থাকবে লুচি, পায়েস, মিষ্টি, বিভিন্ন ধরনের ভাজা, খই। সবমিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের পাশাপাশি প্রস্তুত তারাপীঠ মন্দির কমিটি। Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: পুরনো বছরকে বিদায় জানিয়ে আগামীকে সুরক্ষিত করার প্রার্থণা নিয়ে তারাপীঠে মায়ের দর্শন, রইল মা তারা-র ফটো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল