Tarapith Temple: পুরনো বছরকে বিদায় জানিয়ে আগামীকে সুরক্ষিত করার প্রার্থণা নিয়ে তারাপীঠে মায়ের দর্শন, রইল মা তারা-র ফটো
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Tarapith Temple: ইংরেজি বছরের শেষ দিন তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম,দেখুন সেই চিত্র
বীরভূম: রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবাসী। ২০২৫ সালের সমাপ্তি ঘটিয়ে ২০২৬ সালে নতুনভাবে নতুন আঙ্গিকে জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করবেন সকলেই। আর এই নতুন বছরে সুস্থ থাকার এবং জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করতে প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এই বছরও যদিও তার ব্যতিক্রম নয়।
advertisement
advertisement
পর্যটকদের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তারাপীঠ মন্দির কমিটি। ইতিমধ্যেই আলোর সাজে এবং ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
advertisement
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান" এই বছরও তারাপীঠের প্রায় অর্ধেকের বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে, আশা করা হচ্ছে প্রত্যেক বছরের মতন এই বছরও প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটবে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি মন্দির কমিটি নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, গোটা মন্দির চত্বর ইতিমধ্যেই ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে।"
advertisement
ইংরেজি নববর্ষের প্রথম দিন দুপুরবেলায় মা তারা কে পাঁচ রকম ভাঁজা, পাঁচ রকম মিষ্টি, বিভিন্ন ধরনের সবজি, পাঁঠার মাংস, মাছের মাথা ভাজা, শোল মাছ পোড়া, কারণ, পায়েস, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি দিয়ে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা বেলায় মা তারা কে রাজেশ্বরী রুপে সাজিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে, যার মধ্যে থাকবে লুচি, পায়েস, মিষ্টি, বিভিন্ন ধরনের ভাজা, খই। সবমিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের পাশাপাশি প্রস্তুত তারাপীঠ মন্দির কমিটি। Input- Souvik Roy







