অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি মিছিল’ কর্মসূচির ডাক দিয়েছেন। ২২ তারিখ কালীঘাটে পুজো দিয়ে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যাত্রাপথে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার-সহ ধর্মীয় স্থান পরিদর্শন করবেন তৃণমূল নেত্রী। পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিল যাবে।
আরও পড়ুন: ২২ জানুয়ারি জাতীয় ছুটি? রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা
advertisement
তারপর সেখান থেকে পার্ক সার্কাস ময়দান। কালীঘাট মন্দিরে বিকেল ৩’টেয় আরতি। হাজরা পার্ক থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি হেঁটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গরচায় গুরুদ্বোয়ারা যাবেন। তারপর ফের হাঁটা শুরু। এবার যাবেন একটা চার্চে। সেখান থেকে যাবেন পার্ক সার্কাসের একটা মসজিদে। ৫’ নাগাদ পার্ক সার্কাস ময়দানে সভায় যোগ দেবেন মমতা।
আরও পড়ুন: প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণ উল্লেখ করতে হবে চিকিৎসকদের, বিরাট নির্দেশ কেন্দ্রের
গতকালই রাম মন্দির উদ্বোধনকে ‘ভোটের আগে গিমিক’ বলে আগে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা ওই দিনেই পাল্টা কর্মসূচির ডাক দেন। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব।’ সেই কর্মসূচিকে মমতা ‘সংহতি মিছিল’ বলেও উল্লেখ করেন।
আবীর ঘোষাল