নবান্ন সূত্রে জানা গেছে খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর ৭৪ পল্লী, বেহালা নতুন দল,বরিশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মাতা,আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ। সোমবার এই বার উদ্বোধন প্রায় পাশাপাশি মঙ্গলবার আরো একাধিক পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। প্রসঙ্গত গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু কলকাতা নয় বিভিন্ন জেলা থেকে একাধিক পুজোর উদ্বোধন করার জন্য নবান্নে বিভিন্ন পূজা কমিটি চিঠি জমা দিয়েছে।
advertisement
নবান্ন সূত্রে খবর আবারও বিভিন্ন জেলার পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত ইতিমধ্যেই প্রস্তুতি ও নেওয়া শুরু হয়েছে নবান্নের তরফে। সূত্রের খবর জেলাগুলি থেকে কোন কোন পুজোর উদ্বোধন করা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই তালিকা চাওয়া হয়েছে।আজকের মধ্যেই সেই তালিকা দিতে বলা হয়েছে বলেই জানা গেছে।
আরও পড়ুন: শশী থারুরের পক্ষে বিজেপি-সহ পাঁচ দল! গণস্বাক্ষর করে চিঠি পৌঁছল স্পিকারের কাছে
বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো বিষয় স্বীকৃতি দেওয়ায় গত ১লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেন। পুজো শেষে কার্নিভাল করা হবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কলকাতা পাশাপাশি জেলাগুলিতেও পুজোর কার্নিভাল হবে। যার প্রস্তুতি ও ইতিমধ্যে নিতে শুরু করেছে নবান্ন। সবমিলিয়ে দিনভর পূজো উদ্বোধনকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা থাকবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়