TRENDING:

Mamata Banerjee on poll violence: পঞ্চায়েত ভোটে অশান্তি চান না, বিরোধীদের দায়ী করেও দলকে সতর্ক করলেন মমতা

Last Updated:

সদ্যসমাপ্ত পুরনির্বাচনে (West Bengal Municipal Elections 2022) একতরফা জয় পেলেও শাসক দলের বিরুদ্ধে সেই ভোট সন্ত্রাসের পুরনো অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাঁচ-দশ ভোট কম বেশি পেলে কিছু আসে যায় না৷ মানুষের কাজ ঠিকমতো করলে জয় এমনিতেই আসবে৷ এই পরামর্শ দিয়েই দলের নেতাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বার্তা দিলেন, পঞ্চায়েত ভোটে আর কোনও অশান্তি চান না তিনি৷
মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
advertisement

সদ্যসমাপ্ত পুরনির্বাচনে (West Bengal Municipal Elections 2022) একতরফা জয় পেলেও শাসক দলের বিরুদ্ধে সেই ভোট সন্ত্রাসের পুরনো অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ যদিও নির্বাচনের অনেক আগে থেকেই ভোটে গায়ের জোর প্রয়োগ না করার বিষয়ে নিচুতলার নেতাকর্মীদের সতর্ক করেছিল তৃণমূল নেতৃত্ব৷

আরও পড়ুন: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার

advertisement

তা সত্ত্বেও পুরভোটে অশান্তি এড়ানো যায়নি৷ সেই কারণেই এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে দলকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে অবশ্য পুরভোটে অশান্তির জন্য বিরোধীদেরই দায়ী করেছেন তিনি৷

আরও পড়ুন: চন্দ্রিমাকে অর্থ ছাড়লেন মমতা! অনুমোদন রাজ্যপালের, মন্ত্রিসভায় আর কোন চমক?

advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যারাকপুর- ভাটপাড়া, কন্টাই, বহরমপুরের মতো এলাকায় ইচ্ছেকৃত ভাবেই অশান্তি পাকিয়েছে বিরোধীরা৷ তবে পঞ্চায়েত ভোটে তিনি এই ছবির পুনরাবৃত্তি চান না বলেই দলকে সতর্ক করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষের সেবা করলে মানুষ এমনিই ভোট দিতে তৈরি থাকেন৷ কে ৫ ভোট কম পেলেন, কে ১০ ভোট বেশি পেলেন এটা ভাবতে হবে না। আমি চাই আগামী দিনে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পঞ্চায়েত ভোটের এখনও এক বছর দেরি রয়েছে৷ প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যার ফল তৃণমূলকে ভুগতে হয়েছিল বলেই মনে করেন দলের অনেক নেতা৷ এবারেও পুরভোটে যে ছবি দেখা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে তার পুনরাবৃত্তি আটকাতেই আগে সময় থাকতে দলকে সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on poll violence: পঞ্চায়েত ভোটে অশান্তি চান না, বিরোধীদের দায়ী করেও দলকে সতর্ক করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল