সদ্যসমাপ্ত পুরনির্বাচনে (West Bengal Municipal Elections 2022) একতরফা জয় পেলেও শাসক দলের বিরুদ্ধে সেই ভোট সন্ত্রাসের পুরনো অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ যদিও নির্বাচনের অনেক আগে থেকেই ভোটে গায়ের জোর প্রয়োগ না করার বিষয়ে নিচুতলার নেতাকর্মীদের সতর্ক করেছিল তৃণমূল নেতৃত্ব৷
আরও পড়ুন: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার
advertisement
তা সত্ত্বেও পুরভোটে অশান্তি এড়ানো যায়নি৷ সেই কারণেই এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে দলকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে অবশ্য পুরভোটে অশান্তির জন্য বিরোধীদেরই দায়ী করেছেন তিনি৷
আরও পড়ুন: চন্দ্রিমাকে অর্থ ছাড়লেন মমতা! অনুমোদন রাজ্যপালের, মন্ত্রিসভায় আর কোন চমক?
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যারাকপুর- ভাটপাড়া, কন্টাই, বহরমপুরের মতো এলাকায় ইচ্ছেকৃত ভাবেই অশান্তি পাকিয়েছে বিরোধীরা৷ তবে পঞ্চায়েত ভোটে তিনি এই ছবির পুনরাবৃত্তি চান না বলেই দলকে সতর্ক করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষের সেবা করলে মানুষ এমনিই ভোট দিতে তৈরি থাকেন৷ কে ৫ ভোট কম পেলেন, কে ১০ ভোট বেশি পেলেন এটা ভাবতে হবে না। আমি চাই আগামী দিনে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে হবে।'
পঞ্চায়েত ভোটের এখনও এক বছর দেরি রয়েছে৷ প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যার ফল তৃণমূলকে ভুগতে হয়েছিল বলেই মনে করেন দলের অনেক নেতা৷ এবারেও পুরভোটে যে ছবি দেখা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে তার পুনরাবৃত্তি আটকাতেই আগে সময় থাকতে দলকে সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী৷