প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্যাতিতার নাম ও পরিচয়। পোস্ট করা হচ্ছে তাঁর ছবি ও ভিডিও। এই আবহে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি জারি করে বৈদ্য়ুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই ক্ষেত্রে মানতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা।
আরও পড়ুন: শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম! আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড়! কারা তারা?
advertisement
গত ৯ অগাস্ট আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হতে শুরু নির্যাতিতার নাম ও পরিচয়। শুধু তাই নয়, একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রতিবাদের নামে নির্যাতিতার ছবি, ভিডিও পোস্ট করা হয়। তৈরি করা হয় রিলও। অথচ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম ও পরিচয় কোনওভাবেই প্রকাশ করা যাবে না এই মর্মে স্পষ্ট নির্দেশ আছে সুপ্রিম কোর্টের।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বৈদ্যুতিন মাধ্যম থেকে নির্যাতিতার নাম সহ যাবতীয় পরিচয় যেমন ছবি, ভিডিও দ্রুত মুছতে হবে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই মর্মে পদক্ষেপ নিতে হবে। নির্দেশিকা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আবহে এবার নির্যাতিতার পরিচয় জানানোর অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি।