এফ ডি ব্লকের পুজো উদ্বোধন করতে এসে পার্কের গেটে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি নিয়ে দুর্গন্ধ বেরোনোর কথা জানান মুখ্যমন্ত্রী । সঙ্গে থাকা মন্ত্রী সুজিত বসু বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীকে তিনি প্রশ্ন করেন, ‘এরকমটা কেন হবে।’ মুখ্যমন্ত্রীর প্রশ্ন শুনে মন্ত্রী সুজিত বসু এই পুজোর উদ্যোক্তা বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেন, কেন ভ্যাটের গাড়িটা সরানো হয়নি। যদিও স্পষ্ট করে কোনও সমাধান সূত্র সেই মুহূর্তে বার হয়নি৷ বিরক্তি নিয়েই মণ্ডপে ঢুকে যান মুখ্যমন্ত্রী৷ তিনি বিরক্তি হন৷ মমতা পাশে পাশে চলা সুজিতকে বলে, ‘‘একটা ভ্যাটের গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কী গন্ধ বার হচ্ছে৷’’ সুজিত তখনই তৎপর হয়ে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেন৷ মমতা মাঝপথে দাঁড়িয়ে এই নিয়ে কথাও বলেন কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে৷ তার আগে বলেন, ‘কী গন্ধ, বাপরে বাপ৷’
advertisement
আরও পড়ুন: অর্পিতা মা হতে চেয়েছে শুনে আকাশ থেকে পড়লেন মা! তারপরেই বিস্ফোরণ!
আরও পড়ুন: কমিশনের 'ভাবমূর্তি' উজ্জ্বল করতে 'বড়' পদক্ষেপ। স্বচ্ছতা বাড়াতে মরিয়া এসএসসি চেয়ারম্যান
মুখ্যমন্ত্রীর এই কথোপকথন তারই ফেসবুক লাইভে ধরা পড়ে। যদিও বাণীব্রত বন্দ্যোপাধ্যায় ফোনে জানান, গতকাল রাত থেকেই তাঁদের এই পুরো এলাকা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে ঘিরে ফেলা হয়েছিল৷ তাই তাদের পার্কে ঢোকার সামনে এ ধরনের কোনো ভ্যাটের গাড়ি থাকা সম্ভব নয়।
Anup Chakraborty