TRENDING:

Mamata Banerjee: নজরে শুভেন্দু গড়, পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা

Last Updated:

ঘূর্ণিঝড় যশ পরবর্তী সময়ে পর্যটন শিল্পের বিকাশে দিঘা পর্যটন কেন্দ্রে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এপ্রিলের শুরুতেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যোগ দিতে পারেন বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে। একই সঙ্গে  দিঘায় গড়ে উঠতে চলা জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার কবিতা পড়লেন শুভেন্দু।
মমতার কবিতা পড়লেন শুভেন্দু।
advertisement

পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ নজর দিয়েছে তৃণমূল৷ কারণ ওই জেলার ভূমিপুত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ফলে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করা পঞ্চায়েত ভোটে তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও যা গুরুত্বপূর্ণ৷

পুরীর ধাঁচে এবার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়। সৈকত ভ্রমণের সঙ্গেই মিলবে পূজার্চনার সুযোগও। ২০১৯ সালে দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। তখন মন্দিরের নকশা দেখিয়ে ঘোষণা করেছিলেন, 'আর একটা জগন্নাথ মন্দির করে দেব। পর্যটন কেন্দ্রে ধর্মীয় স্থান থাকে। রিলিজিয়স ট্যুরজিমও হয়।'

advertisement

আরও পড়ুন: বড় চমক বিজেপির! পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেভাগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা পদ্ম শিবিরের

এর পর ২০২২ সালে ভূমিপুজো করে শুরু হয় মন্দির তৈরির কাজ।  রাজ্য সরকারি সংস্থা হিডকো এই মন্দির তৈরির কাজ করছে। শীঘ্রই এই কাজ শেষ হবে বলে জানিয়েছে সংস্থা।

ঘূর্ণিঝড় যশ পরবর্তী সময়ে পর্যটন শিল্পের বিকাশে দিঘা পর্যটন কেন্দ্রে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দিঘা সৈকত জুড়ে সৌন্দর্যায়ন। অন্যদিকে নিউ দিঘা থেকে কাঁথি পর্যন্ত সৈকত সরণি। আবার পর্যটক টানতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুরী গেলে যেমন মানুষ জগন্নাথ ধামের পাশাপাশি সমুদ্র সৈকতে বেড়াতে পারেন, সেই কথা মাথায় রেখে দিঘায় পর্যটকদের আকর্ষণের জন্য জগন্নাথ মন্দির নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: এতদিন কংগ্রেস ডাকলেও সাড়া মেলেনি! রাহুল কাণ্ডের পরই তৃণমূলের অবস্থানে বিরাট বদল

পর্যটক টানতে সরকারি উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। দিঘা রেল স্টেশনের কাছেই ভগি ব্রহ্মপুর মৌজায় কুড়ি একর উঁচু বালিয়াড়ি  জায়গায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। আগেই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার জন্য জায়গার সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা থেকে জানা যায়, সবকিছু ঠিক থাকলেই খুব দ্রুতই মূল মন্দির নির্মাণের কাজ শেষ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি জানান ২০২৩ সালের মধ্যেই এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষ হবে। প্রসঙ্গত এই জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। উচ্চতাও থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের সমান। ২০২১ ফেব্রুয়ারি মাসেই জগন্নাথ মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য ১২৮ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা হলেও বর্তমানে তা বেড়ে ২০০ কোটি টাকা হতে পারে বলে অনুমান। নির্মাণকারী সংস্থাকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য।ইতিমধ্যেই এই মন্দির দর্শনের জন্য, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নজরে শুভেন্দু গড়, পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল