আজ সকাল ১০:৪৫ মিনিটে মমতার শপথ। কোভিড পরিস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠান। আমন্ত্রিত বুদ্ধদেব ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, আবদুল মান্নান। শপথে আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
৬ তারিখ থেকে বিধায়কদের শপথ ৷ নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায় হবেন স্পিকার।
জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে ৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷
advertisement
সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ ৷ এলাকায় শান্তি বজায় রাখারও নির্দেশ দেন তৃণমূলনেত্রী ৷
শপথের পরই নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। সেজে উঠেছে নীলবাড়ি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অফ অনার। নবান্নে কোভিড নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেবেন নয়া নির্দেশিকা। ভোটের জন্য থমকে থাকা কাজ নিয়েও বৈঠক।
জয়ের পর এখন মন্ত্রিত্ব ঘিরে জল্পনা। মন্ত্রীর তালিকায় নাম না থাকলে কেউ যাতে অসন্তুষ্ট না হন, সে বার্তাও এদিনের বৈঠকে দিয়ে রেখেছেন মমতা। শপথ নিয়ে আলোচনা করতে সন্ধেয় তিনি রাজভবনে যান।
