TRENDING:

Mamata Banerjee and Abhishek Banerjee: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের

Last Updated:

Mamata Banerjee and Abhishek Banerjee: এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ নভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার পথে নামছেন মমতা-অভিষেক
এবার পথে নামছেন মমতা-অভিষেক
advertisement

এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়আগামীনভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করছে নির্বাচন কমিশন। এই বিশেষ নিবিড় সংশোধনে কোনও ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এবার পথে নামতে চলেছে তৃণমূল।

advertisement

আরও পড়ুন: বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, নিজস্ব মুদ্রা এমনকী বিমানবন্দরও নেই, তবুও অন্যতম ‘সবচেয়ে ধনী দেশ’

৪ নভেম্বর থেকে শুরু এসআইআর, সেই দিনই পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন এসআইআরের পাশাপাশি সংবিধান রক্ষার শপথ নিয়ে মিছিল করবে তৃণমল। ১০০ দিনের কাজের ইস্যু এবং বাংলা বাঙালির প্রতি অত্যাচারের অভিযোগ নিয়েও ওই দিন প্রতিবাদ করবে তৃণমূল।

advertisement

২৮ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তিনি বলেছিলেন, “বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুন: বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, নিজস্ব মুদ্রা এমনকী বিমানবন্দরও নেই, তবুও অন্যতম ‘সবচেয়ে ধনী দেশ’

advertisement

পাশাপাশি তিনি আরও বলেছিলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা ভোট হয়েছে। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে, অন্যকে জ্ঞান না দিয়ে আপনি আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে S.I.R করুন”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রা নিয়ে বড় খবর! হারাতে বসা শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee and Abhishek Banerjee: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল