Digha: দিঘার সমুদ্রের ধারে এ কী দৃশ্য...! পড়ানোর পর যা করছেন শিক্ষক, মুহূর্তে বদলে যাচ্ছে বহু শিশুর জীবন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: শুরুটা ছিল খুবই ছোট। মাত্র সাতজন শিশুকে নিয়ে তিনি সমুদ্রের ধারে যোগাসনের প্রশিক্ষণ শুরু করেন। প্রতিদিন বিকেল হলেই সমুদ্রের পাড়ে বসে তিনি শেখাতেন নানা রকম যোগাভ্যাস ও ধ্যান।
দিঘা, মদন মাইতি: দিঘা সমুদ্রের ধারে দাঁড়িয়ে বিকেলবেলা যখন সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, তখন এক ভিন্ন দৃশ্য দেখা যায় সেখানে। সমুদ্রের তীর জুড়ে ছোট ছোট শিশুরা সারি বেঁধে যোগাভ্যাস করছে। কারও হাতে আসনচক্র, কেউ আবার শ্বাস-প্রশ্বাসের নিয়ম শিখছে। এই দৃশ্যের পেছনে রয়েছেন এক অনন্য মানুষ, দিঘা বিদ্যাভবনের শিক্ষক বলরাম দাস।
শিক্ষক বলরাম দাসের বিশ্বাস, ‘শুধু পাঠ্যবইয়ের শিক্ষা একজন মানুষকে পূর্ণতা দেয় না, প্রয়োজন মানসিক ও শারীরিক বিকাশও।’ তাই পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যচর্চাকে গুরুত্ব দিয়ে শিশুদের মানসিক বিকাশের দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন।
আরও পড়ুন-মাত্র ১৯ বছরে মর্মান্তিক মৃত্যু…! এক বছরে ১২টি সুপারহিট ছবি, রেকর্ড ভাঙতে পারেননি কেউ, বলিউড কাঁপিয়েছিলেন এই অভিনেত্রী, চিনতে পারছেন?
কর্মসূত্রে দিঘায় আসার পর থেকেই তিনি লক্ষ্য করেন, এলাকার বহু শিশু সকালে ও বিকেলে অবসর সময়ে অনর্থক সময় নষ্ট করছে। কারও হাতে মোবাইল, কেউ আবার অলসভাবে ঘুরে বেড়াচ্ছে। তখনই তার মনে হয়, এই শিশুদের যদি স্বাস্থ্যচর্চার অভ্যাস করানো যায়, তাহলে তাদের জীবন অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ ও সচেতন হবে। সেই ভাবনা থেকেই শুরু হয় তার উদ্যোগ।
advertisement
advertisement
আরও পড়ুন- নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
শুরুটা ছিল খুবই ছোট। মাত্র সাতজন শিশুকে নিয়ে তিনি সমুদ্রের ধারে যোগাসনের প্রশিক্ষণ শুরু করেন। প্রতিদিন বিকেল হলেই সমুদ্রের পাড়ে বসে তিনি শেখাতেন নানা রকম যোগাভ্যাস ও ধ্যান। প্রথমে স্থানীয় মানুষজন অবাক হয়ে দেখলেও ধীরে ধীরে অনেকেই তার কাজের গুরুত্ব বুঝতে শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি অভিভাবকদের বোঝান, স্বাস্থ্যচর্চা কেবল দেহ নয়, মনকেও শক্তিশালী করে তোলে। নিয়মিত যোগাভ্যাস শিশুদের পড়াশোনায় মনোযোগী করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। তার এই অক্লান্ত প্রচেষ্টার ফলেই সাতজন শিশুর সংখ্যা আজ দাঁড়িয়েছে ২০০ জন।
advertisement
এখন বিকেল হলেই দিঘার সমুদ্রতীর ভরে ওঠে শিশুদের কোলাহলে। সবাই ইউনিফর্ম পরে সারিবদ্ধভাবে যোগাভ্যাস করে। অনেক শিশু আর্থিকভাবে দুর্বল পরিবারের হলেও বলরাম দাস তাদের থেকে কোনও ফি নেন না। তিনি বিনামূল্যেই স্বাস্থ্যচর্চার প্রশিক্ষণ দিয়ে চলেছে। শুধু প্রশিক্ষণ নয়, তার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জেলা ও রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। অনেকেই পুরস্কৃত হয়েছে, যা শিক্ষক বলরাম দাসের অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
শিক্ষক বলরাম দাসের কথায়, ‘আমার স্বপ্ন একটাই, প্রতিটি শিশুর জীবনে স্বাস্থ্যচর্চা অভ্যাসে পরিণত হোক। যোগার মাধ্যমে তারা মানসিকভাবে শক্ত ও সচেতন নাগরিক হয়ে উঠুক।’ আজ দিঘা সমুদ্রের তীর শুধু পর্যটনের কেন্দ্র নয়, শিশুদের স্বাস্থ্যচর্চার এক বিদ্যালয় হয়ে উঠেছে, যার পেছনে রয়েছেন দিঘার এক নিষ্ঠাবান শিক্ষক, বলরাম দাস। তার এই প্রচেষ্টা প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে সমাজে একা মানুষও বড় পরিবর্তন আনতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 01, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার সমুদ্রের ধারে এ কী দৃশ্য...! পড়ানোর পর যা করছেন শিক্ষক, মুহূর্তে বদলে যাচ্ছে বহু শিশুর জীবন
