TRENDING:

Mamata Banerjee on Anti Rape Bill: 'আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন', দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা

Last Updated:

Mamata Banerjee on Anti Rape Bill: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও, তিনি বলেন, “আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও, তিনি বলেন, “আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন।”
কী বললেন মমতা? ছবি: পিটিআই।
কী বললেন মমতা? ছবি: পিটিআই।
advertisement

আরও পড়ুন: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা-সহ একাধিক সুপারিশ

রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে। রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোড় করে বলছি নারীদের কথা, মা-বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি”।

advertisement

আরও পড়ুন: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের

সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, “মুল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলের তিনটি বিষয় আছে, তা হল বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার”।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, “১০৮ কোটি ৭৯ লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাকি আছে”। পাশাপাশি ধর্ষণ আটকাতে কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী”।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Anti Rape Bill: 'আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন', দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল