West Bengal Anti Rape Bill: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির ইসিসাজা-সহ একাধিক সুপারিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee on Anti Rape Bill: বিধানসভায় পাশ হয়ে গেল অপরাজিতা বিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে বিধানসভায় এদিন সরকারের তরফে আনা হয় অপরাজিতা মহিলা এবং শিশু বিল।
কলকাতা: বিধানসভায় পাশ হয়ে গেল অপরাজিতা বিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে বিধানসভায় এদিন সরকারের তরফে আনা হয় অপরাজিতা মহিলা এবং শিশু বিল। সর্বসম্মতিক্রমে মঙ্গলবার বিধানসভায় পাশ করা হল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল।
বিলটি এবার রাজ্যপচালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সম্মতি দিলেই রাজ্যে আইনে পরিণত ধর্ষণ বিরোধী অপরাজি বিল। এই বিল অনুযায়ী ধর্ষণের ঘটনায় এবার থেকে ফাঁসির সাজা দেওয়া হবে। শুধু তাই নয়, দ্রুত তদন্ত শেষ করা এবং দ্রুত বিচারের কথাও রয়েছে এই বিলে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল উন্নাও, হাথরসের প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘উন্নাও, হাথরসে বিচার পায়নি। ইউপিতে (উত্তরপ্রদেশ) একাধিক এই ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করা হয়েছে। মহারাষ্ট্র নাবালিকা, স্কুল ছাত্রী ধর্ষণ করা হল। আমি বলছি ছি ছি। যারা এটা করেছে তাদের লজ্জা নেই।’’
advertisement
অনেক ক্ষেত্রেই ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনায় বিচার পেতে অনেক দেরি হয়, তদন্ত প্রক্রিয়াতেও অনেকটা দেরি হয়ে যায়। এর ফলে অপরাধীদের শাস্তি দিতে সমস্যা তৈরি হয়। ধর্ষণের মতো অপরাধ আটকাতে কড়া আইন আনা দরকার বলে মনে করেন অনেকেই। সেই জন্যই রাজ্যে পাশ হল বিধানসভা বিরোধী বিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 2:29 PM IST