FIR against TMC Leader: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের

Last Updated:

RG Kar Case TMC Leader threat: এবার বিতর্কিত মন্তব্য করায় অশোকনগরের শাসকদলের নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন 'রাত দখল'-এর ডাক দিয়ে রাস্তায় নামা প্রতিবাদী মহিলারা।

+
থানায়

থানায় অভিযোগ দায়ের

উত্তর ২৪ পরগনা: এবার বিতর্কিত মন্তব্য করায় অশোকনগরের শাসকদলের নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন ‘রাত দখল’-এর ডাক দিয়ে রাস্তায় নামা প্রতিবাদী মহিলারা।
জানা গিয়েছে শাসকদলের ওই নেতা, প্রাক্তন কাউন্সিলর। এলাকার মা বোনেদের ছবি বিকৃত করে টানিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মঞ্চ থেকে, তার ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট-সহ নথি পেনড্রাইভে পুলিশের কাছে জমা দেওয়া হয়। পাশাপাশি, লিখিত আকারে এফআইআর দায়ের করা হয় ওই শাসক নেতার বিরুদ্ধে। অশোকনগরের মহিলাদের তরফে নাগরিক সমাজের পক্ষ থেকে অবিলম্বে শাসকদলের নেতার এমন হুমকির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয় এদিন পুলিশের কাছে।
advertisement
advertisement
যদিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক না থাকার কারণে দীর্ঘ সময় থানাতেই দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবাদী মহিলাদের। এদিন অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় হাজির হন এলাকার সকল বয়সের মহিলারা। যার মধ্যে ছিলেন শিক্ষিকা থেকে ছাত্রী, আইনজীবী থেকে গৃহবধুরাও। শাসক নেতার এমন হুমকির কারণে তাঁরাও রীতিমতো আতঙ্কিত বলে জানান। পাশাপাশি মহিলাদের তরফে এও জানানো হয় যে, শুধু একটি এফআইআর নয়, এরপরও আরও বেশ কয়েকটি এফআইআর করা হবে এই প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী অতীশ সরকারের বিরুদ্ধে।
advertisement
এমনকী জেলার নানা প্রান্তের মহিলারাও বিভিন্ন থানায় এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলেও জানান প্রতিবাদী মহিলারা। তাঁরা থানায় অভিযোগ জানালে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে এই শাসক নেতার হুমকি ঘিরে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
FIR against TMC Leader: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement