TRENDING:

Mamata Banerjee: সংগঠনের রাশ তাঁরই হাতে, দলীয় বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee: বিধায়ক হোক বা মন্ত্রী, মমতার নিশানা থেকে বাদ পড়লেন না কেউ! নামও নিলেন দলনেত্রী? কে সেই মন্ত্রী-বিধায়ক জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধায়ক হোক বা মন্ত্রী, মমতার নিশানা থেকে বাদ পড়লেন না কেউ! নামও নিলেন দলনেত্রী? কে সেই মন্ত্রী-বিধায়ক জানেন? একজন মদন মিত্র, অন্যজন উদয়ন গুহ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

বাজেট অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য ও নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী।

আরও পড়ুন: দেশ সেরা বাঙালি! UPSC-তে ভারতে প্রথম শিলিগুড়ির জয়দীপ! বিরাট কৃতিত্ব

দল ও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য তা-ও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেও সেই কড়া মেজাজই ধরে রাখলেন তিনি। বললেন, ‘ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান বজায় রাখুন। সচেতন ভাবে কথা বলুন। এমন কিছু করবেন না যা নিয়ে বিতর্ক হয়। আমি একমাত্র সিদ্ধান্ত নেব সংগঠনের বিষয়ে। বালুকে অন্যায় ভাবে আটকানো হয়েছিল, যার কোনও ভিত্তি নেই। অন্যায় না করে সাবধান থাকো। কোনও গ্রুপ চলবে না।’

advertisement

আরও পড়ুন: যেন মা আর মাধ্যমিকের লড়াই! পরীক্ষা শুরুর দিনই প্রসব যন্ত্রণা ছাত্রীর! যা ঘটল, শিউরে উঠবেন শুনে

নাম করে একাধিক বিধায়ক ও দলীয় নেতাদের রীতিমতো শাসন করলেন তিনি। বিধায়ক-মন্ত্রীদের উদ্দেশ্যে সাফ বলে দিলেন, ”ক্ষমা বার বার করা যাবে না। ক্ষমা অনেকেই চাইছেন। কিন্তু বারবার ক্ষমা করা যায় না। মদন ক্ষমা চেয়েছে, উদয়ন বারবার নানা কথা বলছে। ইটাহারেরর মাটিতে কর্মীদের সঙ্গে জনসংযোগ সারে ছেলেটা। মোশারফকে দেখে আপনারাও এগুলো করতে পারেন। কীভাবে একসাথে চলতে হয়। সেই উদাহরণ দেখুন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: সংগঠনের রাশ তাঁরই হাতে, দলীয় বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল