গত রবিবার লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর গত সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। পরের দিন মঙ্গলবার ছিল বাণিজ্য সম্মেলন। ওই দুই কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন।
advertisement
ফেরার আগে লন্ডন থেকে সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না ৷’’ একই সঙ্গে নিজের জীবনের লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘ছোটবেলায় বাবাকে হারানোর সময় থেকেই আমার জীবনের সংগ্রামের শুরু। কখনও লড়াইয়ের রাস্তা থেকে সরে আসিনি, আসবও না।’
গত বুধবার সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোনও কর্মসূচি ছিল না। তবে ওই দিন রাজ্য সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেন ব্রিটিশ বণিক মহলের সঙ্গে। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা ছিল মুখ্যমন্ত্রীর। ঠাসা কর্মসূচি শেষ করে এবার বিলেত থেকে রওনা দিলেন মমতা।