মমতা সোমবার বিধানসভায় বলেন, ”আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না। আমরা অখন্ড ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা যেন অন্য কোনও উস্কানিতে পা না দিই।” মুখ্যমন্ত্রীর সংযোজন, ”অনেকে এখানে আসতে চাইছে ওপার থেকে। কিন্তু সেটা দেখছে বিএসএফ। আমরা এই নিয়ে মন্তব্য করব না। সীমান্ত কিন্তু আমাদের দেখার বিষয় নয়। সবাইকে অনুরোধ করব, এমন প্ররোচনামূলক কথা কেউ বলবেন না। বিদেশসচিব গিয়েছেন বাংলাদেশে। আমরা তাদের মিটিংয়ের ওপর নির্ভরশীল। আসুন আমরা দেখিয়ে দিই, এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবোধ, মমত্ববোধ, স্নেহবোধ। কেউ বিচ্ছিন্ন করতে আসলে প্রতিরোধ গড়ুন। যারা বলছে দখল করবে, তাদের বলব সুস্থ থাকুন, ভাল থাকুন।”
advertisement
আরও পড়ুন: জেলে কী অবস্থা চিন্ময় কৃষ্ণ দাসের! এবার আসরে রামকৃষ্ণ মিশন! যা করল, শোরগোল বাংলাদেশে
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে এদিন রীতিমতো ফুঁসে উঠে মমতা বলেন, ”বাংলাদেশে অত্যাচার চলছে যা আমরা ভালভাবে দেখছি না। মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে। দাঙ্গা করে দুষ্কৃতীরা। এমন কোনও মন্তব্য যেন না করি, যার প্রভাব যেন এখানে না পড়ে। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলে নিজের মতো করে প্রতিবাদ করছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।”
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়েও সে রক্ত আছে। কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না। ওখানে আমাদের যারা বন্ধু আছে তাদের ক্ষতি হবে।”