কেন্দ্রের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ দিনের কাজের টাকা ৬ মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউজিসি-র টাকা বন্ধ করে দিয়েছে। 'বাংলার বাড়ি'-র টাকা বন্ধ করে দিয়েছে।" তিনি আরও বলেন, "আমি হঠাৎ করে দেখছি রাজনৈতিক কারণে আমাদের আর্থিকভাবে ব্লক করা হচ্ছে। আমরা বুদ্ধি করে ১০ লক্ষ কাজ সৃষ্টি করেছি। 'জব ফেয়ার' করছি আমরা। ৩০ হাজার চাকরি হয়ে গেছে। যে কোনওদিন আনুষ্ঠানিকভাবে আমরা ওই চাকরিগুলি বণ্টন করে দেব।
advertisement
একইসঙ্গে রাজ্যের নতুন প্রজন্মের উদ্যেশ্যে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা, "বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। আমার শুধু একটাই অনুরোধ সবাই যদি তোমরা বিদেশে চলে যাও তাহলে দেশটা কে চালাবে? রাজ্যটা কে চালাবে? তোমরা যাও, কিন্তু বিদেশে পড়ে দেশে ফিরে এসো।"
আরও পড়ুন : BJP সদস্যের 'যোগ', শিলিগুড়ির ৩ ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতও শাসন করবে তৃণমূল? বাড়ছে সম্ভাবনা
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন প্রশাসনিক কর্তাদের উদ্দেশে বলেন, "প্রতিটা দিন গুরত্বপূর্ন দিন। আমাদের বিবেককে আরও যদি বেশি করে জাগ্রত করে তোলা যায়। আমরা সবসময় নেগেটিভ কথাবার্তা নিয়ে কি করে বিতর্ক তৈরি করা যায় তা নিয়ে মাথা ঘামাই। সদর্থক কাজে আরও বেশি করে নিয়োজিত হতে হবে। কোথাও একটা কাজ করলে ভুলভ্রান্তি একটা দুটো হতে পারে। তবে জেনে শুনে নয়, কাজ করতে গিয়ে কেউ ভুল করে শুধরে নেওয়া যায়।