উত্তরবঙ্গে নাগাড়ে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশেও বৃষ্টির কাঁপুনি নেই বললেই চলে। মুখভার দক্ষিণবঙ্গবাসীর। এবার কী তবে আসবে কাঁপিয়ে ভারী একটানা বৃষ্টি (West Bengal Weather Alert)? না, স্বস্তির সুখবর শোনায়নি আলিপুর। এই মুহূর্তে আগামী তিন চার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১০-১৫ মিনিটের বিক্ষিপ্ত ও বৃষ্টি। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে না হলেই গরম অস্বস্তিকর আবহাওয়া (West Bengal Weather update) থাকবে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
আলিপুর আবহাওয়া (West Bengal Weather Alert) দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, আপাতত ভারী বৃষ্টির মত কোন সিনোপটিক সিচুয়েশন নেই এরাজ্যে। ১০-১৫ মিনিটের বিক্ষিপ্ত হবে এবং হলে তাপমাত্রা কমবে। তাছাড়া তাপমাত্রা এবং জলীয় বাষ্পের কারণে ডিসকম্ফর্ট ওয়েদার থাকবে কলকাতা ও উপকূলের জেলাগুলিতে (Depression Alert)। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
মৌসুমী অক্ষরেখা কচ্ছের ওপর অবস্থিত নিম্নচাপ এলাকার উপর দিয়ে দিশা রাজগড় সিদ্ধি অম্বিকাপুর ভূবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অফসোর অক্ষরেখা রয়েছে আরব সাগর উপকূলে। এই অক্ষরেখা গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায়। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা