West Bengal Politics: BJP সদস্যের 'যোগ', শিলিগুড়ির ৩ ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতও শাসন করবে তৃণমূল? বাড়ছে সম্ভাবনা

Last Updated:

West Bengal Politics: 'ভয়, টাকার প্রলোভন দেখিয়ে দলবদল', অভিযোগ বিজেপির, 'ধমকে চমকে চলে না দল', পালটা তৃণমূল!

শুরু শাসক-বিরোধী তরজা
শুরু শাসক-বিরোধী তরজা
"দলত্যাগী" নির্দলদের বিরুদ্ধেই লড়াই ছিল তৃণমূলের। নির্দলদের ভাঙানো আপাতত সম্ভব নয় ধরে নিয়েই বিজেপির জয়ী সদস্যকে দলে টানতে মরিয়া চেষ্টা চালায় ঘাসফুল শিবির। বিজেপির টিকিটে জিতে আসা প্রশেন টোপ্পো তৃণমূলে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েত দখলের পথে আর কোনও কাঁটা রইলো না। তাঁর হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, আইনুল হকেরা। আর এনিয়েই শুরু হয়েছে শাসক ও বিরোধী তরজা।
advertisement
advertisement
বিজেপির জেলা সভাপতি আনন্দ বর্মনের অভিযোগ, ভয় দেখিয়ে, মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে প্রশেনকে দলে নিয়েছে তৃণমূল। ক্ষমতায় আসার জন্যেই গোটা রাজ্যে (West Bengal Politics) যা করছে, চটহাট তার ব্যতিক্রম নয়। যদিও এই দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের (TMC) জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ পাল্টা বলেন, "ধমকে চমকে তৃণমূল চলে না। প্রশেন আগে তৃণমূলেই ছিল। দলে ফিরতে চেয়ে যোগাযোগ শুরু করে। আরও অনেকেই করেছে। আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। কিন্তু প্রশেন জোর করায় ওকে দলে ফিরিয়ে আনা হয়েছে।
advertisement
এর ফলে সংখ্যা গরিষ্ঠতাতেও পৌঁছে গেল দল। অন্যদিকে নির্দল নেতা আখতার আলি বলেন, এটা তৃণমূল ও বিজেপির (BJP) বিষয়। আমাদের ৮ জয়ী সদস্যই সঙ্গে আছে। সূত্রের খবর নির্দলেরা প্রধান পদে প্রার্থী দিচ্ছে না। কেননা প্রধানের আসনটি তফশিলী জাতির জন্যে সংরক্ষিত। নির্দলেরা চাইলে বিজেপি (West Bengal Politics) সদস্যকে নিয়ে বোর্ড গঠন করতে পারতেন। আর তাই বোর্ড দখলের পথে আর কোনও বাধা রইলো না তৃণমূলের কাছে। বাকি দুই ত্রিশঙ্কু বোর্ডও দখলে নেবে তৃণমূল। জালাস নিজামতারা এবং পাথরঘাটা জিপিও প্রায় নিজেদের কব্জাগত করে ফেলেছে ঘাসফুল শিবির। এর ফলে মহকুমার ২২টি গ্রাম পঞ্চায়েতই শাসন করবে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Politics: BJP সদস্যের 'যোগ', শিলিগুড়ির ৩ ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতও শাসন করবে তৃণমূল? বাড়ছে সম্ভাবনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement